“হযরত আবু হুরাইরা রা. এর ১০০ ঘটনা" বইটির ভূমিকা থেকে নেয়াঃ সাহাবায়ে কেরাম রাযি.। পবিত্র একটি গােষ্ঠীর নাম। অন্যভাবে, যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিষ্য ছিলেন, তারাই সাহাবা। ঈমানইয়াকীন, চরিত্র ও কাজে-কর্মে স্বচ্ছতা এবং সততায় তাদের স্থান নবী-রাসূলদের পরে। অর্থাৎ নবী-রাসূলদের পরে মানব ইতিহাসে তারাই হলেন শ্রেষ্ঠ জামাত। কারণ, তাদের ব্যাপারে আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেছেন- অর্থ: “মুহাম্মাদ আল্লাহর রসূল এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদারত দেখবেন। তাদের মুখমণ্ডলে রয়েছে সেজদার চিহ্ন। তাওরাতে তাদের অবস্থা এরূপ এবং ইঞ্জিলে তাদের অবস্থা যেমন একটি চারা গাছ, যা থেকে নির্গত হয় কিশলয়, অতঃপর তা শক্ত ও মজবুত হয় এবং কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে, চাষিকে আনন্দে অভিভূত করে যাতে আল্লাহ তাদের দ্বারা কাফেরদের অন্তর্জালা সৃষ্টি করেন। তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহা পুরুস্কারের ওয়াদা দিয়েছেন।” (সূরা আল ফাত্হ- ২৯)।