সেরা সাত কিশোর উপন্যাস বইয়ের ভূমিকা ‘সেরা সাত কিশাের উপন্যাস' নামটাই একটা ধাক্কা দেয়। সেরা বিষয়টা তাে আপেক্ষিক। বাছাই করা যায় নাকি! তা বাছাই করা যায় না। তবু কিছু প্রিয় লেখা থাকে। যেগুলাে লিখে মনে হয়, ভালাে কিছু একটা হয়েছে বােধহয়। আমারও কিছু লেখার ক্ষেত্রে এমন হয়েছে এবং সেগুলাের বেশিরভাগই পাঠক সমাজে গিয়ে নিদারুণ ব্যর্থ হয়েছে। খেয়াল করে দেখেছি, আমার যেটা ভালাে মনে হয় মানুষের কাছে সেটা সেরকম মনে হয় না। আর এই বৈপরীত্যের কারণে কঠিন বাছাই কাজটা আরেকটু কঠিন হয়ে যায়। কিন্তু ভেবে ভেবে সেটাকেই একটা সুবিধা বানিয়ে নিলাম। নিজের আর পাঠকদের পছন্দ— দুটো মেলালেই তাে তালিকা করা খুব সহজ। এভাবেই নিজের প্রিয় আর পাঠকদের ভালাে লাগা মিলেই ‘সেরা সাত কিশাের উপন্যাস। বইগুলাে আলাদা আলাদাভাবে যখন বের হয় তখনই লেখকের তৃপ্তি বা পাঠকের ভালােবাসা পেয়েছিল। মিলিতভাবে সেটা আরও বেশি পাওয়ারই কথা। -মােস্তফা মামুন সেরা সাত কিশোর উপন্যাস বইয়ের- সূচিপত্র* বামহাতি বাবলু * ম্যাজিক বয় * পিস্তলের মুখে তনু কাকা * লিডার রবি * ক্যাডেট নাম্বার ৫৯৫ * গাধা জহির মাস্তান রাজীব * বাবাবিরােধী কমিটি
Mustafa Mamun বিশ্ববিদ্যালয়ে বিষয় ছিল আইন। কিন্তু আইনজীবী আর হওয়া হয়নি। এমন আরো অনেক না হওয়ার ভিড় পেরিয়ে যতসামান্য যা হয়েছে তার পুরোটাই লেখালেখিকেন্দ্রিক। লেখক এবং সাংবাদিক, আপাতত এটাই নামের পাশের পরিচয় । জন্ম মৌলভীবাজারের কুলাউড়ায়। তারপর সিলেট ক্যাডেট কলেজের রোমাঞ্চকর জীবন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মান প্রথম বর্ষ থেকেই ক্রীড়া সাংবাদিকতা নামের দারুণ আনন্দময় এক পেশায় জড়িয়ে পড়া। খেলা দেখতে আর লিখতে ভ্ৰমণ করা হয়ে গেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি, সুইজারল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, দেশ। বন্ধু-আডডা-মানুষ এসব নিয়ে মেতে থাকতে ভালো লাগে। বই পড়া, খেলা দেখাও আছে পছন্দের তালিকায়। কিন্তু সব ছাপিয়ে শেষ পর্যন্ত সবচেয়ে পছন্দের কাজ লেখা। এই নিয়ে চলছে জীবন। ভালোই তো চলছে!