“নজরুল জীবন” বই এর ভূমিকঃ আমি জেনে আনন্দিত যে, শাহীনুর রেজা একুশ শতকে নতুন করে নজরুলের জীবনী রচনা করেছেন। তিনি নজরুলের জীবনের বিভন্ন সময়কে ১১টি অধ্যায়ে বিভক্ত করে বর্ণনা করার প্রয়াস পেয়েছেন। বলা বাহুল্য যে, ইতোপূর্বে প্রকাশিত বিভিন্ন সাহিত্যিকের নজরুল স্মৃতিচারণ এবং গবেষকের নজরুল জীবনী গ্রন্থে উপস্থাপিত নজরুল জীবনীর বিভিন্ন তথ্য তিনি ব্যবহার করার সুযোগ নিয়েছেন। সুতরাং আশা করা যায় যে, শাহীনুর রেজা রচিত ‘নজরুল জীবন' গ্ৰন্থ থেকে কবি কাজী নজরুল ইসলামের জীবন সম্পর্কে একটি বস্তুনিষ্ঠ সামগ্রিক ধারণা পাওয়া যাবে। একুশ শতকে এসে মুস্টিমেয় কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নজরুলের চরিত্র হননের চেষ্টা করছে। আশা করি শাহীনুর রেজা’র এই গ্রন্থটি ঐসব পেশাদার চরিত্র হননকারীদের কুৎসিত প্ৰয়াসের যথাযথ জবাব রূপে বিবেচিত হবে। আমি এই গ্রন্থের বহুল প্রচার কামনা করি। ড. রফিকুল ইসলাম ইমেরিটাস প্রফেসর
“নজরুল জীবন” বই এর সূচিপত্রঃ * প্ৰথম পর্ব * বাল্য জীবন-২৩ * ছাত্র জীবন- ৩০ * সৈনিক জীবন-৩৬ * সাহিত্য জীবন-৪৪ * সাংবাদিক জীবন-৬৫ * কারা জীবন- ৮৭ * পারিবারিক জীবন-১০২ * রাজনৈতিক জীবন-১২৭ * সংগীত জীবন-১৪৩ * নির্বক জীবন-১৯০ * বাংলাদেশ জীবন-২১৯ * দ্বিতীয় পর্ব * নজরুল জীবনপঞ্জি-২৪৫ * নজরুল গ্ৰন্থপঞ্জি-২৬৫ * নজরুল বিষয়ক গ্রন্থাবলী-২৮০ * নজরুল বিষয়ক (চিকিৎসক, নিবাস, নামাঙ্কিত, সাধক, স্বাক্ষর)-৩১৬ * নজরুল-প্রমিলা বংশলতিকা-৩২৮ * চিত্র পরিচিতি-৩৩১ * লেখকের আঁকা নজরুল-৩৩৫