"দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস" বইয়ের ফ্ল্যাপের লেখা: আমাদের নিয়ে যায় বহু বছরের এক সফরে- গল্পের কাটিম খুলতে থাকে পুরনো দিল্লীর একটা সংকীর্ণ মহল্লা থেকে ক্রমবর্ধমান মহানগরী ছাড়িয়ে আরও দূরে, কাশ্মির উপত্যকায় এবং মধ্য ভারতের বনভূমিতে, যেখানে যুদ্ধই শান্তি এবং শান্তিই যুদ্ধ এবং যেখানে পরিস্থিতি ‘স্বাভাবিক’ ঘোষিত হয় মাঝে-মধ্যে। আনজুম, যার নাম ছিল আফতাব, একটা জীর্ণ গালিচার পাক খোলে নগরীর একটা কবরখানায় যেটাকে সে বলে বাড়ি। একটা নবজাত শিশুর আকস্মিক আবির্ভাব ঘটে এক প্রেভমেন্টের ওপর, মধ্যরাতের সামান্য পরে, একটা আবর্জনার টুকরিতে। প্রহেলিকাপূর্ণ এস. তিলোত্তমা তিন ব্যক্তির জীবনে যতটুকু উপস্থিত ঠিক ততটুকুই অনুপস্থিত যে তিন ব্যক্তি তাকে ভালবাসে। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস তাৎক্ষণিক এক বেদনার্ত প্রেমকাহিনী এবং এক নিষ্পত্তিমূলক প্রতিবাদ। তা বলা হয়েছে ফিসফিস করে, চিৎকার করে, অশ্রুর ভিতর দিয়ে এবং কখনও বা হাসির মাধ্যমে। এর নায়কেরা ভেঙে পড়েছে যে দুনিয়ায় তারা বাস করে সেই দুনিয়ার চাপে, তারপর উদ্ধার পেয়েছে ভালবাসায় এবং আশায়। এই কারণে তারা যেমন ইস্পাতকঠিন তেমনই ভঙ্গুর, কিন্তু তারা কখনও আত্মসমর্পণ করে না। এই মোহসঞ্চারী, চমকপ্রদ বইটি নতুন রূপে উপস্থাপন করছে একটা উপন্যাস কী করতে পারে আর কী হতে পারে। আর এর প্রতি পাতায় প্রদর্শন করছে অরুন্ধতী রায়ের গল্প বলার অলৌকিক গুন।
প্রমিত হােসেন জন্ম :১৬ এপ্রিল ১৯৬১ জন্মস্থান : ঝিনাইদহ বাবা : ইতেজাদ হােসেন (১৯২৭-১৯৮০)। মা : সাহেরা বেগম (১৯৩৭)। শিক্ষা : স্নাতকোত্তর ডিগ্রি ১৯৮৬ (মস্কো)। পেশা : লেখালেখি, সাংবাদিকতা। সাংবাদিকতা ও লেখালেখিকে সার্বক্ষণিক পেশা হিসেবে গ্রহণের আগে ছেড়ে এসেছেন বিভিন্ন ধরণের আরাে পাঁচটি পেশা। প্রকাশিতব্য গল্পগ্রন্থ : শয়তান এবং মিশ্ৰমাধ্যমের কাজ প্রকাশিতব্য প্রবন্ধগ্রন্থ : যেদিন আমরা কোদালকে কোদাল বলতে পারব ।। প্রকাশিত অনুদিত গ্রন্থ : অরুন্ধতি রায়ের দ্য। গড অব স্মল থিংস, এ্যান্ড্রু মর্টনের মনিকাস। স্টোরি, গুন্টার গ্রাসের দ্য টিন ড্রাম, সালমান রুশদির মিডনাইট’স চিলডেন, গাও ঝিংজিয়ান-এর সােল মাউন্টেন, শােভা দের স্টারি নাইটস, ইয়াসুনারি কাওয়াবাতার স্নাে কান্ট্রি, এ পি জে আবদুল কালাম-এর উইংস অব ফায়ার, মার্গারেট অ্যাটউড-এর দ্য ব্লাইন্ড অ্যাসাসিন, মারে লেইনস্টার-এর। সাইডওয়াইজ ইন টাইম। প্রকাশিতব্য অনূদিত গ্রন্থ : গুন্টার গ্রাসের ক্যাট। অ্যান্ড মাউস, ইমরে কেরতেজ-এর। ফেইটলেস, পিটার ক্যারির টু হিস্টরি অব দ্য। কেলি গ্যাং। প্রমিত হােসেন Vulgar Reality ধারার গল্প ও উপন্যাস লেখক। বিশ্ব সাহিত্য ও শিল্পকলা। বিশ্লেষক। চীন, জাপান, রাশিয়া ও লাতিন আমেরিকান গল্পের অনুবাদক। রুশ সাহিত্যে বিশেষজ্ঞ। কবিতার সাথেও সম্পর্কিত এবং প্রাবন্ধিক। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। সেই সূত্রে জন্ম থেকেই ঘুরেছেন দেশের বিভিন্ন অঞ্চল।। সাহিত্য বিষয়ে উৎসাহ পেয়েছেন মায়ের কাছ থেকে। ছােটবেলায় সান্নিধ্য পেয়েছিলেন পৃথিবীবিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের।