"গল্পসমগ্র " বইয়ের ফ্ল্যাপের লেখা: কাজল শাহনেওয়াজের গল্পগুলি বলা যায়, প্রথমত সময় ভ্রমণ, দ্বিতীয়ত স্পেস অতিক্রমণ, শেষত রূপকথার পুনর্ভরণ। ব্যক্তি মানুষ, ভূগােল আর সংক্ষুব্ধতা গল্পে ছড়িয়ে আছে। বিস্ময়কর সেইসব গল্প এক অনাস্বাদিত কথারসের উৎস। ১৯৮৫-২০১৭ কালে রচিত ও প্রকাশিত মাত্র ২৩টা গল্প! গ্রন্থভুক্ত ১৯ ও অগ্রন্থিত ৪টা। গল্পের ভেতরে অভিজ্ঞতাগুলি নিজস্ব কায়দায় এমন এক আনকাট জগত, যার সক্রিয়তা কাছিম ও খরগােসের প্রতিযােগিতার মতাে চিরন্তন। তাঁর গল্প যুদ্ধবর্তী অবসরের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কাছিম ও খরগােসের। শব্দ ও অভিজ্ঞতার অভিনবতা পাঠককে চ্যালেঞ্জ করলেও সেটাকে রূপান্তরকামী আছর হিসাবে হরহামেশাই বদলে দেন। কাছিমগালা’র গল্পগুলি সংকেত, নকশা, সূত্র, চিদচিত্র ও অন্তর্বাণী দিয়ে ঠাসা। আর ‘গতকাল লাল’ হয়েছে ভূগােল, পঞ্জিকা, কম্পাস, কাঠামাের ভিতর থাকা ব্যক্তি ও তার ক্রিয়া। সাম্প্রতিক সময়ে লেখা গল্প চারটা থেকে খসে পড়েছে রঙ ও অন্তর্জগত। শুধু ঘটনাক্রম তৈরি করেছে বিষয়ের ইন্দ্রজাল। আছে ইতিহাস-ঐতিহ্য, আছে বর্তমান, আছে অতীত, আছে জিহাদ ও ডেথগেম। এই ‘সমগ্র’ কাজল শাহনেওয়াজের একটা সময়কালের গল্পসমূহের গ্রন্থভুক্তির চেয়েও বেশি কিছু! এখানেই একত্রিত হলাে তাঁর বিচিত্র গল্পজগতের এক ধারাবাহিক পরিচয়। যেখানে অন্ধের সাথে কুঁজোর, স্বাস্থ্যবানের সঙ্গে চিকনের, খর্বের সাথে লম্বার, নােংরার সাথে পরিচ্ছন্নের, সাহসীর সাথে ভীতুর মিলন ঘটেছে।