"তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৫৪ (৫ম খন্ড)" বইয়ের ফ্ল্যাপের লেখা: তাজউদ্দীন আহমদের ডায়েরির এ খণ্ডটি তার ১৯৫৪ সালের দিনলিপি নিয়ে। সময়টি ছিল আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে ওই বছর ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়। এই যুক্তফ্রন্ট গঠন নিয়ে অবশ্য দলগুলাের মধ্যে অনেক মতবিরােধ ছিল। তারপরও যুক্তফ্রন্ট গঠিত হয় এবং নির্বাচনে এই জোট বিরাট সাফল্য অর্জন করে। মুসলিম লীগের চরম ভরাডুবি হয়। তাজউদ্দীন নিজে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে বিপুল ব্যবধানে পরিষদ সদস্য নির্বাচিত হন। কিন্তু শরিক দলগুলাের পারস্পরিক মতবিরােধ ও দ্বন্দ্বের কারণে যুক্তফ্রন্ট সরকার স্থায়ী হতে পারেনি। পরিস্থিতির সুযােগ নিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেয় এবং প্রদেশে গভর্নরের শাসন জারি করে। এসব এবং পাশাপাশি ঘটে যাওয়া আরও নানা কৌতুহলােদ্দীপক ঘটনার প্রত্যক্ষদর্শী বা সাক্ষী ছিলেন তাজউদ্দীন। আহমদ। তাঁর লেখা দিনলিপিতে সেদিনের সে ঘটনাপ্রবাহের অন্তরঙ্গ ও বস্তুনিষ্ঠ বর্ণনা পাবেন পাঠক। গবেষকদেরও বইটি কাজে লাগবে।