"দ্য রুলস অব লাভ" বইয়ের পিছনের কভারের লেখা: জীবনের মানেই হল বলিষ্ঠ ও প্রীতিপূর্ণ সম্পর্ক। এবং কোনও কোনও মানুষ আসলেই এটা খুব ভালােভাবে পারে। তারা এমন সঙ্গী নির্বাচন করে যারা তাদেরকে সুখী করে এবং তারা সম্ভবত সহজাতভাবে জানে যে কীভাবে দুরুহ সময় মােকাবিলা করতে হয় এবং সম্পর্কটাকে সতেজ ও ফলপ্রসূ রাখতে হয়। তারা সহজেই বন্ধু তৈরি করে এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তােলে যেটা সময়ের পরিবর্তনেও টিকে থাকে। তারা শক্তিশালী এবং সহায়ক পরিবার গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে। তাদের কাছে এটা বিনা প্রচেষ্টাই মনে হয়। তবে আমাদের অধিকাংশের জন্য এটা ততটা সহজসাধ্য নয়। প্রেম একটা মৌলিক মানব প্রবৃত্তি, কিন্তু অন্য একজন মানুষের সঙ্গে জীবন কাটানাে সবসময় ততটা সহজ নয়। এমন কিছু কি আছে যা এই মানুষগুলাে জানে অথচ আমরা জানি না? | এমন কিছু কি আছে যা থেকে আমরা সবাই লাভবান হতে পারি? উত্তর হল একটা চমৎকার হ্যাঁ। তারা দ্য রুলস অব লাভ সম্পর্কে জানে। দ্য রুলস অব লাভ হল কিছু নির্দেশিকা নীতির একটি তালিকা যা একটি শক্তিশালী, স্থায়ী এবং শেষ পর্যন্ত প্রাণশক্তি বৃদ্ধিকারী সম্পর্ক গঠনেও ধরে রাখতে সাহায্য করে। দ্য রুলস অব লাভ। আপনি উপকৃত হবেন এবং আপনার আশেপাশের সবাই উপকৃত হবে।
Richard Templar is the pen name of a British author who has written several self-development books. He shares his "path to success" in a series of books, in which 100 simple "Rules" are presented to achieve success: be it in business, money, or life in general. Rules are typically presented on two pages, making the books easy to read, and suitable for dipping into at random. The books contain the distinctive use of British English. One reviewer writes that Templar's style is in neither of the "iron fisted" or "fuzzy warm" camps prevalent in American management books, but mixes both.