"সাফল্যের মন্ত্র" বইটির সম্পর্কে কিছু কথা: বইয়ের প্রথমেই আছে ঈশ্বরের চিঠি। এটি একটি চিঠি যেখানে ঈশ্বর আপনাকে কিছু বলছেন। আপনি যখন নিজেকে ক্ষুদ্র মনে করেন, হতাশায় নিমজ্জিত হন, কিংবা কী করবেন বুঝতে পারেন না তখন পাঠ করুন এই চিঠি। বুঝবেন নিজের মাহাত্ম, বুঝবেন আপনার কী আছে – কত বড় সম্পদশালী আপনি। এই চিঠি আপনাকে হতাশা থেকে উদ্দীপনায় নিয়ে আসবে। উপলব্ধি করতে শেখাবে নিজের মহত্ত্বকে। বারবার পড়ার দরকার হবে এটি। বারবার পড়ার ফলে এর প্রতিটি কথা আপনার মনে গেঁথে যাবে। – আর প্রতিটি শব্দ আপনাকে চালিত করবে নূতন জীবনের দিকে; হতাশা থেকে মুক্তি ঘটবে, আশা হবে আপনার চালিকা শক্তি। এর পরই আছে নূতন জীবন শিরােনামের সাফল্য পাঠ। এটি একটি মন্ত্র, যা বারবার পাঠে নিজেকে আবিষ্কার করবেন এক নূতন জীবনে। পুরনো, ভুলে ভরা, বিপর্যস্ত জীবনকে পেছনে ফেলে এখান থেকে আপনি এক নূতন জীবন শুরু করবেন। এই মন্ত্র পাঠে পাবেন নূতন এক জীবন। কমপক্ষে তিরিশ দিন পাঠ করতে বলা হয়েছে এটি - যাতে এর প্রতিটি শব্দ গেঁথে যায় আপনার মনে। আর আপনার মন কাজ করতে থাকে এই নূতন জীবনের জন্য। অস্ত্রের শক্তি অনেক, সেটি দিয়ে ভূখন্ড দখল করা যায়, দাস বানানাে যায় মানুষকে কিন্তু সেটি দিয়ে মন জয় করা যায় না কারাে। কারাে মন জয় করার মােক্ষম অস্ত্র হলাে ভালােবাসা। ভালােবাসা এক অব্যর্থ অস্ত্র, যার ব্যবহার শিখতে হবে আপনাকে এবং তা ব্যবহার করতে হবে আপনার জীবনে, প্রতিটি কাজে। প্রতিটি দিনকে, প্রতিটি কাজকে, প্রতিটি মানুষকে, আপনার চারপাশকে, সবকিছুকে ভালােবাসার মাধ্যমে আপনি জয় করতে পারবেন আপনার পারিপার্শ্বিক ও মানুষজনকে। সাফল্যের জন্য আরেকটি অপরিহার্য গুণ হলাে লেগে থাকা, কোনাে কাজে সফল না হওয়া পর্যন্ত ধৈৰ্য্যসহ সেটি করে যাওয়া। কেবল এই একটি গুণই অনেককে সফল করে তােলে; আর এটি না থাকলে, কোনাে কাজের প্রতি লেগে না থাকতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয় পরিশ্রম। তাই আপনার প্রতিজ্ঞা হবে হাল না ছাড়ার, লেগে থাকার। হাল ছাড়ব না শিরােনামের পাঠটি এ কথাই শেখাবে আপনাকে।
Og Mandino (December 12, 1923 – September 3, 1996) was an American author. He wrote the bestselling book The Greatest Salesman in the World. His books have sold over 50 million copies and have been translated into over twenty-five different languages. He was the president of Success Unlimited magazine until 1976 and is an inductee of the National Speakers Association's Hall of Fame. Mandino wrote The Greatest Salesman in the World which contains the "time-tested wisdom of the ancients distilled into ten simple scrolls" which, if followed for the prescribed ten months, will as Og says, "seep into my other mind, that mysterious source which never sleeps, which creates my dreams, and often makes me act in ways I do not comprehend. As the words of these scrolls are consumed by my mysterious mind I will begin to awake, each morning, with a vitality I have never known before. My vigor will increase, my enthusiasm will rise, my desire to meet the world will overcome every fear I once knew at sunrise, and I will be happier than I ever believed it possible to be in this world of strife and sorrow." The scrolls each have a principle designed to replace bad habits built up over a lifetime which "threatens to imprison my future" with good habits developed through a ten-month process of studying the scrolls.