‘গণিতের ধাঁধা’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ আপনি যদি মনে করেন, ওঃ বাব্বা, গণিতের ব্যাপারে দূরে থাকাই ভালো, ভুল করছেন। গণিতের মধ্যে যে কত আনন্দ, তা সবার কাছে তুলে ধরাই এ বইয়ের উদ্দেশ্য। যেমন ধরুন, টিএসসি চত্বরে ক্লাসের কয়েকজন বন্ধু জড়ো হয়েছেন। ‘মামা, চার কাপ চা’ বলে চুটিয়ে গল্প শুরু করেছেন। হঠাৎ একজন গণিতের একটা সহজ ধাঁধা ধরল, বল তো আমি কে? —মানে? তুই রিকি! এটাই তো তোর নাম। —না, মানে একটা ধাঁধা। মনে কর আমি দুই অঙ্কের (ডিজিট) একটি সংখ্যা। আমি ৪০-এর কম। আমি জোড় সংখ্যা। ৮ দিয়ে নিঃশেষে বিভাজ্য। আমার অঙ্ক (ডিজিট) দুটির পার্থক্য মাত্র ২। এখন বল, আমি কে? মানে, আমি নামক সংখ্যাটি কত? আপনি বিজ্ঞানের শিক্ষার্থী না হলেও চট করে উত্তরটা বলে দিতে পারেন। খুব সহজ। উত্তর ২৪। আপনি প্রথমে ৮-এর ২, ৩, ৪...গুণ সংখ্যাগুলো দেখুন। ওগুলো হলো ১৬, ২৪, ... ব্যস, আর হিসাবের দরকার নেই। কারণ ২৪-এর ২ ও ৪-এর পার্থক্য ২। উত্তর পেয়ে গেলেন! আপনি সাহিত্য না ইতিহাসের শিক্ষার্থী, সেটা কোনো ব্যাপার না। গণিতের ধাঁধাটি চট করে বের করে ফেলেছেন। আপনি সবাইকে তাক লাগিয়ে অপার আনন্দ লাভ করবেন। বইটি ঠিক আপনার জন্যই। সূচিপত্রঃ ভূমিকা ১. কজনের চোখে তিল ছিল? ২. কোন অঙ্কটি বাদ দিয়েছি? ৩. যােগফল ও বিয়ােগফল কত? ৪. কোন ঘরে কোন ডিজিট? ৫. মাথা খাটিয়ে ডিজিট বসান ৬. কোন সারিটি বড়? ৭. গুণফল কত? ৮. কোনটি বৃহত্তম সংখ্যা? ৯. বলুন তাে যােগফল কত? ১০. কোন কলামের যােগফল সবচেয়ে বড়? ১১. বৈশিষ্ট্যপূর্ণ ২০১৬ সালের মতাে আরেকটি বছর কবে আসবে? ১২. কোন ঝুড়িতে কোন ফল বলুন তাে? ১৩. শুধু ফুটবল খেলতে পারে কতজন? ১৪. ভাই ও বােনের সংখ্যা কত? ১৫. সংখ্যাটির মজার বৈশিষ্ট্য কী? ১৬. ক্যালকুলেটর ছাড়াই বলুন তাে কত? ১৭. বলুন তাে কতভাবে সংখ্যাটি লেখা যায়? ১৮, বলুন তাে সংখ্যা দুটির গড় কত? ১৯. বলুন তাে সংখ্যাটি কত? ২০. বলুন তাে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ২১. বলুন তাে জন্মদিন কবে? ২২. তৃতীয় জনের বয়স কত? ২৩. কোন দুটি সংখ্যা ৫ ও ৭ দিয়ে বিভাজ্য? ২৪. সেই তরুণের বয়স কত? ২৫. সেই পাত্রে কত পানি ধরে? ২৬. কয়টি সংখ্যা হতে পারে? ২৭. ম্যাজিক সংখ্যাটি কত? ২৮. ঝুড়িতে কয়টি ডিম? ২৯. আমার কাছে কয়টি আপেল আছে? ৩০. তিন অঙ্কের সংখ্যাটি কত? ৩১. কোন সংখ্যাটি বড়? ৩২. সংখ্যাটি কত? ৩৩. একের ভেতর দুই সংখ্যাটি কত? ৩৪. তিন অঙ্কের সংখ্যাটি কত? ৩৫. বলুন তাে কতটি সংখ্যা হতে পারে? ৩৬. বর্গসংখ্যা দুটি কত? ৩৭. বলুন তাে ম্যাজিক সংখ্যাটি কত? ৩৮. সংখ্যা দুটি কত? ৩৯. বলুন তাে ক্রমিক সংখ্যা তিনটি কী? ৪০. বলুন তাে কয়টি ডিম? ধাঁধার উত্তর তথ্যসূত্র
জন্ম: ১৮ জানুয়ারি ১৯৫০, ঢাকায় । এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেন। বামধারার রাজনীতি করতেন । বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। বর্তমানে প্ৰথম অ্যালোর সহযোগী সম্পাদক । বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ । বিজ্ঞান বিষয়ে পত্রিকায় নিয়মিত লেখেন । বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে এযাবৎ পনেরোটির মতো বই প্রকাশিত হয়েছে। বইগুলোর মধ্যে বিজ্ঞানের রাজ্যে বন্ট ও কেন, কাৰ্য্যকারণ প্রশ্ন ও উত্তর বিজ্ঞানের রাজ্যে রহস্য/ভেদ প্রশ্ন অ্যর প্রশ্ন প্রভৃতি উল্লেখযোগ্য।