“বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জাতির জনকের স্ত্রী। জীবনে অনেক মহীয়সী মহিলার জীবনী পড়েছি, কিন্তু তাঁদের মধ্যে বেগম মুজিব অতুলনীয়। অতি অল্প বয়সে বৌ হয়ে বঙ্গবন্ধুর পরিবারে ঢুকেছেন। সেই থেকে তিনি শুধু শেখ মুজিবের সংসারের হাল ধরেন। নি, পেছনে দাঁড়িয়ে তার রাজনীতির হাল ধরেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন, আপসহীন নেতা। বজ্রকঠিন ছিল তাঁর ব্যক্তিত্ব কিন্তু অনেকেই জানেন, এই বজ্রের চৌদ্দআনা বারুদই ছিলেন বেগম মুজিব । তার সমর্থন, সাহায্য ও ষােলআনা একাত্মতা ছাড়া শেখ মুজিব আপসহীন নেতা হতে পারতেন। না। বঙ্গবন্ধু হতে পারতেন না। বঙ্গবন্ধু স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এই নেতৃত্বকে সাহস, শক্তি এবং সকল দুঃখ ও নির্যাতন বরণের ধৈৰ্য্য ও প্রেরণা যুগিয়েছেন এই নারী । এই নারী যদি আত্মসর্বস্ব হতেন, সংসার সর্বস্ব হতেন, ছেলে-মেয়ে-স্বামী নিয়ে সুখে ঘর সংসার করতে চাইতেন, তাহলে শেখ মুজিবের সাধ্য হতাে, বছরের পর বছর কারাগারে থাকা, স্বাধীনতার সংগ্রামের দুঃসাহসী পথে যাত্রা করা, তাতে নেতৃত্ব। দেয়া, বাংলার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিব নামে কোনাে নেতার অভ্যুদয় হতাে না, বাংলার আকাশ এত শীঘ্রই স্বাধীনতার সূর্যোদয়ের আভায় রঙিন হয়ে উঠতাে না। ঘাতকের বুলেটে রক্তাক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব আর ফজিলাতুন্নেছা রেণু অমর হয়ে থাকবেন বাংলার মাটিতে, জনগণের হৃদয়ে চিরকাল।