"লেখালেখি ও সাংবাদিকতার আধুনিক কলাকৌশল" বইটির 'কিছু কথা' অংশ থেকে নেয়াঃ কিছু কথা সাংবাদিকতা হলাে সমাজ ও জনসেবামূলক গুরত্বপূর্ণ একটি পেশা। এ পেশার সঙ্গে ‘মহৎ' শব্দটি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। এ পেশার প্রতিটি ব্যক্তির প্রধান কাজ হলাে সমাজে ঘটে যাওয়া সমস্যা, অন্যায়-অনিয়ম, দুর্নীতি প্রভৃতি জনসমক্ষে তুলে ধরা। পাশাপাশি ভালােটারও প্রশংসা করা, যা দেখে সবাই সচেতন হবে কিংবা উদ্বুদ্ধ হবে। প্রভাবিত হয়ে নয়, প্রকৃত সত্যটাকে তুলে ধরাই হলাে একজন সাংবাদিকের প্রথম এবং প্রধান কাজ। এ বিষয়গুলাের প্রতি অত্যধিক গুরত্ব দিয়ে জনসচেতনতা তৈরিতে এই মহান পেশার প্রতিটি ব্যক্তি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের হতে হয় সাহসী, উদ্যমী, কর্মঠ, অকুতােভয়, বাচনভঙ্গিতে পারদর্শী, সততা, বিনয়ী, সত্য প্রকাশে কঠোর, সময়ের প্রতি সচেতন, আইনের প্রতি শ্রদ্ধাবােধশ্রদ্ধাশীল, ধৈর্য, সহনশীলতাসহ সব গুণের অধিকারী হতে হয় একজন সাংবাদিককে। যেকোনাে পরিস্থিতিতে যেকোনাে সময় যেকোনাে সংবাদ সংগ্রহে যেকোনাে জায়গায় গমন করার প্রস্তুতি সর্বদা রাখতে হয় তাদের। মনে রাখতে হবে জনগুরত্বপূর্ণ সমাজসেবামূলক এ পেশাটা যেমন আনন্দের, তেমনি সম্মানের পাশাপাশি ঝুঁকিপূর্ণও বটে। এসব কিছু মাথায় রেখেই এ পেশায় আত্মনিয়ােগ করতে হবে। মনে রাখতে হবে সাংবাদিকের ক্ষুরধার লেখনী ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ কিংবা রাষ্ট্রকে শীর্ষে পৌছে দিতে পারে, আবার একটি ভুল বা সততার ব্যত্যয় হলে ধ্বংসও অনিবার্য করে তােলে সেই ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ বা রাষ্ট্রকে। প্রতিটি ব্যক্তি, বিশেষ করে একজন সাংবাদিককে তাঁর বিবেকবােধ থেকে কাজ করতে হয়। বিবেককে বিসর্জন দিলে হয়তাে ব্যক্তিস্বার্থ চরিতার্থ হবে, সাময়িক লাভবানও হবে; কিন্তু মৃত্যু হবে মানবতার, মানবিকতার, সত্যের, সত্তার। মন থেকে আপন-পর ভেদাভেদ ভুলে যেতে হবে। সর্বদা ভাবতে হবে লেখনীর পবিত্রতা রক্ষায়, মানবতার কল্যাণে সে একজন সত্যের সৈনিক। সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে সে নিয়ােজিত একজন সমাজ প্রতিনিধি। এই ব্রত নিয়ে এ পেশায় আত্মনিয়ােগ করলে ব্যক্তি, সমাজ, দেশ, জাতি। উপকৃত হবে। প্রতিটি ক্ষেত্রে স্বড়িবাধ হবে। লেখালেখি ও সাংবাদিকতার নানা বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে। এতে নিজস্ব কোনাে মত বা চিন্তা চাপিয়ে দেওয়া হয়নি; বরং একাডেমিক কিছু নিয়মনীতি, কলাকৌশল আর দীর্ঘদিনের অভিজ্ঞতার নির্যাস যুক্ত করার প্রয়াস পেয়েছি। আশা করি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত নবীন-প্রবীণ সবার উপকারে আসবে বইটি। নির্ভুল ও সুন্দর বই প্রকাশে সব সময়ই যত্নবান। এ বইটিও সর্বাঙ্গীণ সুন্দর করে প্রকাশে সর্বাত্মক যত্ন নেওয়া হয়েছে। তার পরও কোনাে ত্রুটি বা অসংগতি কারাে চোখে ধরা পড়লে আমাদের জানানাের অনুরােধ জানাচ্ছি। আমরা অবশ্যই পরবর্তী সংস্করণে তা শুধরে নেওয়ার প্রয়াস পাব। বইটি লেখা ও প্রকাশে যাদের সহযােগিতা পেয়েছি, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও শুভ কামনা।