মহাপণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন (৯.৪.১৮৯৩-১৪.৪.১৯৬৩) বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ চিন্তা-দর্শনের জ্ঞান প্রতিভূ মনীষীদের অন্যতম। এমন বহুবিদ্যাবর্ণময় গতিশীল জীবন, এত বিপুল জ্ঞান ও কর্মের সমন্বিত সাহিত্য ব্যক্তিত্ব বিশ্ব ইতিহাসে সত্যি বিরল। বহুমুখী অগাধ পাণ্ডিত্যের অধিকারী কিংবদন্তি মহাসাধক, একাধারে ভারততত্ত্ববিদ, ঐতিহাসিক, বহুভাষাবিদ, সাহিত্যিক, দার্শনিক, গবেষক, উপন্যাসিক, পরিব্রাজক, অনুবাদ, সংকলক, রাজনীতিক ও মানবতার মুক্তি সংগ্রামে নিবেদিতপ্রাণ। সর্বোপরি তিনি ছিলেন স্বমহিমায় দেদীপ্যমান ভারতের অন্যতম জ্ঞানতাপস ও মনস্বী, খ্যাতিমান বৌদ্ধ সাহিত্যের পণ্ডিত ও গবেষক। মানবতা, স্বদেশপ্রেম ও সমাজ প্রগতি তাঁর জীবনের অনন্য দিক। তাঁর ব্যক্তিত্ব ছিল।অত্যন্ত বিস্মিত করা আর কর্ম ও সাধনার উত্তরণ ছিল বহুমাত্রিক। প্রাচীন সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও অতীত ঐতিহ্যকে রক্ষা ও পুনরুদ্ধারে তাঁর কৌতূহলী প্রচেষ্টা ছিল অপরিসীম। তিনি ছিলেন মৌলিক ইতিহাস গবেষক, অজ্ঞাত তথ্য ও তত্ত্ব উদ্ঘাটনের পথিকৃৎ সাহিত্যিক সয়ম্ভু। তিনি বৌদ্ধ ভারতকে তথা বিশ্বজ্ঞানভাণ্ডারকে বিপুল ঐশ্বর্যশালী করলেন বিস্মৃত রত্নরাজি উপহার দিয়ে।