অমর একুশে গ্রন্থমেলায় ইতোমধ্যে সাড়া ফেলেছে সময়ের প্রতিশ্রুতিশীল লেখক মাইদুর রহমান রুবেলের শিশুতোষ বই দুষ্টু ভূতের কাণ্ড । সম্পূর্ন ভিন্ন মেজাজের এই বইটিতে শিশু কিশোরদের কথা মাথায় রেখে ১২টি গল্প লিখেছেন লেখক।
ছোটদের বই দুষ্টু ভূতের কাণ্ড বইটি প্রকাশ করছে ইতি প্রকাশন। শিশুতোষ এই বইটির প্রচ্ছদ করেছেন রিদোয়ান শাহেদি। গল্পগুলোর শিরোনাম ঠিক করা হয়েছে- ভূতের কবলে পরী, অদ্ভুত এক বদ ভূত, চশমা, বিজ্ঞানী ভূত, দুষ্টু ক্যাপ্টেন, এই বইটা ভূতের, ফাস্ট বয়, ভূতের পাঠশালা, ভূত দাদু, ভূতের গলির ভূত, দুষ্টু ভূতের কাণ্ড । প্রতিটি গল্পের প্রেক্ষাপট কোমলমতি শিশুতের কথা বিবেচনায় রেখে লিখেছেন তিনি। গল্পগুলো পড়ে শিশুরা যেমন পুলকিত হবে তেমনি গল্পগুলিতে থাকছে শিক্ষনীয় বার্তা।
পেশায় সাংবাদিক মাইদুর রহমান রুবেল অবসর সময়ে করেন লেখালেখি । তার গল্পে তৈরি হয়েছে নাটক বডি-স্প্রে। লেখকের উল্লেখযোগ বই টেলিভিশন সংবাদ ও সংবাদিকতা, কন্যারাশি, ভূতের রাজ্য, ফ্রেন্ড রিকোয়েস্ট ইত্যাদি। সম্পাদিত বই হন্টেড এক্সক্লুসিভ। নিয়মিত সম্পাদনা করেন সাহিত্য বিষয়ক পত্রিকা কালস্রোত ভূত বিষয়ক পত্রিকা ভূত ডট কম। লেখালেখির জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছেন প্রতিশ্রুতিশীল এই লেখক।
গণমাধ্যমেই ১ যুগের বেশি কাজ করছেন মাইদুর রহমান রুবেল। টেলিভিশনে সবমিলিয়ে প্রায় ৯ বছর। বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন এবং লুৎফুননেছা বেগমের জ্যৈষ্ঠ সন্তান তিনি। একাডেমিকভাবে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং এলএলবি পাশ করে আদালত পাড়ায় ঘোরাঘুরির বদলে ঘুরপাক খাচ্ছেন গণমাধ্যমে। ২০১১ সালে প্রকাশিত হয়েছে তাঁর ছোট গল্পগ্রন্থ 'ফ্রেন্ড রিকোয়েস্ট'। এছাড়া নিয়মিত সম্পাদনা করছেন সৃজনশীল সাহিত্যের কাগজ 'কালস্রোত' এবং বাংলাদেশের একমাত্র ভূত বিষয়ক পত্রিকা 'ভূত ডটকম'। বেড়ানো আর আড্ডাপ্রিয় মানুষ তিনি। ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের আইইটি স্কুল এর ম্যাগাজিন এবং এলাকাভিত্তিক ছোট কাগজে শুরু হয় লেখালেখির হাতেখড়ি। পুরোদমে যাত্রা শুরু হয় নারায়ণগঞ্জের স্থানীয় খবরের কাগজে লেখালেখির মাধ্যমে। পরে জেলার গণ্ডি পেরিয়ে দৈনিক যুগান্তরের মাধ্যমে অভিষেক ঘটে জাতীয় দৈনিকে লেখার। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুগান্তরের স্বজন সমাবেশের সভাপতির দায়িত্ব ছিল তার কাঁধে। এর আগে প্রথম আলো বন্ধুসভাসহ প্রায় কুড়িখানিক সংগঠনের সাথে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। এর বেশিরভাগ সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করতে হয়েছিল একই সাথে। বর্তমানে বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেড 'আরটিভি'র নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।