ফ্ল্যাপে লিখা কথা রাজুর বুকটা হঠাৎ খালি হয়ে গেল। কেন যেন চারিদিকে বিশাল এক শূন্যতা। মনে হচ্ছে জগতের নিয়মগুলো বড়ই অদ্ভুত। সৃষ্টিকর্তা মানুষকে নিয়ে পুতুল খেলা খেলছেন।
ফ্ল্যাপে লিখা কথা রাজুর বুকটা হঠাৎ খালি হয়ে গেল। কেন যেন চারিদিকে বিশাল এক শূন্যতা। মনে হচ্ছে জগতের নিয়মগুলো বড়ই অদ্ভুত। সৃষ্টিকর্তা মানুষকে নিয়ে পুতুল খেলা খেলছেন।
প্রত্যেকটি মানুষের যন্ত্রণা যার যার নিরেজ মতো। কারো সঙ্গে কারোর মিল নেই। এই একটি সম্পত্তি মানুষের থাকে যা কারোর কাজ থেকে ধার নেবার প্রয়োজন হয় না।
রাজুর কাছে মনে হয় দেশ হচ্ছে তাদের কিশোরগঞ্জের সেই নিস্তরঙ্গা নিথর পুকুরটি যার তলদেশে চিরদিনের মতো হারিয়ে গেছ শিমু। একা এই নির্জন মজা পুকুরের পাড়ে রাজু কীভঅবে তার বাকি জীবন কাটবে?
ভূমিকা স্বপ্ন আছে একটি ট্রিলজি লেখার। এর প্রথম পর্বটির নাম ‘দাবা খেলা’। বড় ক্যানভাসে লেখার ইচ্ছা ছিল। কিন্তু সেটা পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি। আবার কারো কারো মতে ‘দাবা খেলা’ নামটি উপন্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমিও মনে করেছি পরবর্তী সংস্করণে প্রথম পর্বের নাম পরিবর্তনের কথা ভেবে দেখবো।
প্রথম পর্ব ১৯৪৭ এর দেশভাগের পর থেকে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত। একজন লেখক কী লিখবে? কীভাবে লিখবে সেক্ষেত্রে স্বাধীনতা থাকা উচিত।
উপন্যাসটি রচনার ক্ষেত্রে আমার চেষ্টার কোন ত্রুটি ছিল না। তবুও শিল্পের দাবী পূরণ করা অতি সহজ কথা নয়। পাঠক তার রুচির বিচারে সেটা মূল্যায়ন করবেন।
তবুও এ চেষ্টাটুকু আশা করি পাঠকের দাবী পূরণ করবে। বই সমন্বয় সাধন করে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের। ধারণ করে কালের কণ্ঠ। ধারণা করে একজন লেখক চেষ্টা করতে পারেন। বই প্রকাশই লেখকের আনন্দ।
‘মধ্যগগন’ এর পটভূমি প্রকাশ একজন লেখক হিসেবে আমার আনন্দ। আরো আনন্দ প্রকাশক যখন বইটি বের করেন এবং পাঠকের হাতে তা পৌছে যায়।
এই কাহিনী রচনার সময় অন্যান্য বইয়ের সহযোগিতা নিতে হয়েছে। আমি এজন্য ঋণ স্বীকার করছি। সবাইকে শুভেচ্ছ।
জুলফিয়া ইসলাম:কথাসাহিত্যিক, গীতিকবি ও শিল্পী। গ্রন্হসংখ্যা : ৫৭ টি। বাংলাদেশ টেলিভিশনের স্বীকৃত গীতিকার। "মেঘ ছুঁয়েছে স্বপ্ন" তার প্রথম অ্যলবাম। নিজের লেখা গানে কন্ঠ দিয়েছেন তিনি। আরো কন্ঠ দিয়েছেন শিল্পী সুবীর নন্দী,রথীন্দ্রনাথ রায়,রফিকুল আলম-সহ ভারতের শ্রীকান্ত আচার্য। সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল,শাহীন সরদার ও উদয় বন্দোপাধ্যায়। " পদ্মপাতায় জল" তার এই উপন্যাসটির ধারাবাহিক নাট্যরূপ প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে (২০১১)। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। ছিলেন শিক্ষকতায় ও সাপ্তাহিক ২০০০-এ। প্রতিষ্ঠাতা: জুলফিয়া ইসলাম সমাজকল্যাণ সংস্হা (JISKS) বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান। কর্ণধার: জুই প্রকাশন (JUI) পুরস্কার : বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার ১৪২৪ (বাংলা) দেশ পত্রিকা,কলকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা: এম,এ,বি এড। ভ্রমণ:ভারত, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই,সৌদি আরব,মালদ্বীপ, ইন্দোনেশিয়া।১৯৯৮ সাল থেকে প্রকাশিত মোট ৫৭ টি বইয়ের অধিকাংশই আছে বিদ্যাপ্রকাশে।এছাড়াও অনিন্দ্য প্রকাশনীতে আছে ৩ টি, অনন্যা প্রকাশনীতে আছে ৩ টি,পার্ল পাবলিকেশন্সে আছে ২ টি,বাংলাপ্রকাশে আছে ১টি,ন্যাশনাল পাবলিকেশন্সে ও জুই প্রকাশনে আছে ৬ টি বই,প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ।