"ডাইনী" বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ পৃথিবীতে অল্প কিছু মানুষের দখলে কিছু অলৌকিক ক্ষমতা থাকে। কিছু ক্ষমতা ঐশ্বরিক আবার কিছু ক্ষমতা অভিশপ্ত। আমরা সেই অভিশপ্ত দলের মানুষ। সহজ ভাষায় সেই অভিশপ্ত দলের মেয়েদের ডাকা হয় ডাইনী। আমরা সেই ডাইনী সম্প্রদায়। আদিম কাল থেকেই আমরা সমাজচ্যুত। সবাই আমাদের এড়িয়ে চলে, ভয় পায়। আগের দিনে ডাইনীদের পুড়িয়ে মারা হতাে। আমাদের নিঃশেষ করার সব চেষ্টাই করা হয়েছে। কিন্তু আমরা বেঁচে আছি, সবার মধ্যেই ছড়িয়ে আছি। বেঁচে থাকার জন্য আমাদের ক্ষমতাগুলােকে লুকিয়ে রাখতে হয়। অনেকে ভাবে আমরা কালা জাদু করি, মানুষকে বশ করি, আজব আজব মিশ্রণ বানিয়ে মানুষকে খাইয়ে মেরে ফেলি। এই ক্ষমতা গুলাে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ধারণ করতে করতে এখন অনেকটাই হারিয়ে গেছে। তারপরও কিছু ক্ষমতা এখনাে আমরা ধরে রেখেছি। সবচেয়ে কঠিন ক্ষমতা হচ্ছে চির যৌবন ধরে রাখা, শরীরে আর মনে। চির যৌবন ধরে রাখতে চাইলে তােমাকে একজন বিশেষ সঙ্গী খুঁজে বের করতে হবে। আমাদের ভাষায় সেই বিশেষ ধরণের পুরুষ মানুষদের বলা হয় তামালিক। এই পুরুষদের জন্ম অশ্বিন মাসের প্রথম অমাবস্যা রাতের মঙ্গল তিথিতে। শুনে যেমন সহজ লভ্য মনে হচ্ছে আসলে তেমন নয়। তােমাকে এমন তামালিক পুরুষকে খুঁজে নিতে হবে, যার প্রতি তুমি নিজেও আকর্ষণ বােধ করাে। তােমার পছন্দের তামালিক পুরুষ খুঁজে পাওয়া সহজ ব্যাপার না। তবে একবার যদি তাকে খুঁজে পাও কিছুতেই হাত ছাড়া করবে না। তােমার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে তুমি এই তামালিক মানুষ খুঁজে পাবে। সেটার জন্য তােমাকে কিছু করতে হবে না। তুমি স্বাভাবিক ভাবেই বুঝে যাবে কে সেই বিশেষ পুরুষ। তােমার চির যৌবন আর অমরত্ব আসবে শুধুমাত্র এই বিশেষ মানুষটার কাছ থেকে। তুমি তার সাথে যত শারীরিক সম্পর্ক করবে ততই তার জীবনী শক্তি তােমার মধ্যে নিতে পারবে। তুমি কি বুঝতে পারছাে?
সালমা সিদ্দিকার জন্ম নারায়ণগঞ্জ জেলা শহরে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক এবং আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি ই-কমার্সে পেশা শুরু করেন। বর্তমানে ওয়েলসের রাজধানী কার্ডিফে বসবাস করছেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সালমা সিদ্দিকা বই পড়তে ভালোবাসেন। স্কুল জীবন থেকে লেখালেখির হাতেখড়ি।অন্যপ্রকাশ আয়োজিত গল্প কবিতা ডটকম নামে অনলাইন ওয়েব পোর্টালে ছোটগল্প লিখে অনেকবার শ্রেষ্ঠ গল্পকার হিসাবে পুরস্কৃত হয়েছেন। তাঁর শ্রেষ্ঠ গল্পগুলো অন্যপ্রকাশ থেকে অমর একুশে বই মেলায় সেরা গল্প সংকলনে প্রকাশিত হয়। সেই সময় থেকেই লেখকের ভক্ত পাঠক শ্রেণী গড়ে উঠে।২০১৮ সালে লেখকের একক প্রথম প্রকাশিত বই "গল্পটা কাল্পনিক" ফয়সল আরেফিন দীপন স্মৃতি সাহিত্য পুরস্কার অর্জন করে।লেখকের ডাইনী সিরিজের তিনটি বই ব্যাপক পাঠক জনপ্রিয়তা পায়। ২০১৮ সালে "ডাইনী" ২০২১ সালে "ডাইনী পুনরাগমন" এবং ২০২৩ সালে "ডাইনী সমাপ্তি" প্রকাশিত হয়।তাঁর লেখা থ্রিলার, হরর আর ব্যাখ্যাতীত বিষয় নিয়ে গল্প পাঠকের বেশী পছন্দের। এছাড়ায় জীবন ধর্মী এবং রম্য লেখাতেও দক্ষতায় একজন পেশাদার লেখক হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছেন।২০২০ সালে "ভ্রান্তিকাল" ২০২১ সালে "চুরমার হিউমার" এবং একই বছর "একটা গোপন কথা ছিল বলবার" ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করে।