"আদর্শ মুসলিম" বইয়ের সংক্ষিপ্ত কথা: সত্যিকারের ইসলামী ব্যক্তিসত্তার স্বরূপ নির্ণায়ক একটি নির্ভযোগ্য গ্রন্থ। ইসলাম ঠিক কোন্ ধরনের ‘মুসলিম’ প্রত্যাশা করে, কোন্ স্বভাবের মুসলিমকে ইসলাম নিজের মজবুত অনুসারী হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহন করে নেয়, এ বইটি তার চিত্তাকর্ষক চিত্র অঙ্কন করেছে। এতে কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী লাইফস্টাইলকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রন্থে ৯টি অধ্যায়ে এর আলোচ্য বিষয় পরিবেশন করা হয়েছে। আর তা হলো, মুসলিম তার- (১) স্রষ্টার সাথে (২) নিজের সাথে, (৩) পিতামাতার সাথে, (৪) স্ত্রীর সাথে, (৫) সন্তান-সন্ততিদের সাথে, (৬) আত্মীয়-স্বজনের সাথে, (৭) পাড়া-প্রতিবেশীর সাথে, (৮) বন্ধু-বান্ধব ও ধর্মীয় ভাইদের সাথে ও (৯) তার সমাজের সাথে কি ধরনের সম্পর্ক রাখবে।
আজকের এই অস্থির সময়ে যখন নন-ইসলামিক ও এন্টি-ইসলামিক শক্তিগুলো মডার্ণ টেকনোলোজির সুবিধাকে পুরোমাত্রায় কাজে লাগিয়ে ইসলামের মর্মমূলে আঘাত হানার চেষ্টা করছে, নানমূখী আগ্রাসনের তোপে মুসলিমরা যখন আত্মপরিচায় হারিয়ে দিশেহারা হয়ে যাচ্ছে, তখন নিজেদের প্রায় হারিয়ে ফেলা ব্যক্তিসত্তা বিনির্মাণে এই বইটি কার্যকর ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরসীতা গ্রামে নিজ বাড়িতে জন্ম গ্রহণ করেন। পিতার নাম হাফেয মাহমুদুল হাসান মাদানী, মাতার নাম রোকেয়া বেগম। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা (নরসিংদী) থেকে ২০০৩ সালে কামিল (হাদীস) পরীক্ষায় অংশ নিয়ে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। দাখিল পরীক্ষার আগে-পরে কুরআন কারীমের হিফ্য সম্পন্ন করেন। ২০০৬ সালে সৌদি সরকারের স্কলারশিপ নিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শরীয়া অনুষদে অনার্স (লিসান্স) কোর্সে ভর্তি হন এবং ২০১০ সালে এমফিল গবেষণায় নিযুক্ত হন। একই সাথে নিজ বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করেন। তার গবেষণার বিষয় ‘তাহক্বীক্ব: হাক্বায়েক্বুল মানজুমাহ্ আন-নাসাফিয়্যাহ্’। আরবী থেকে বাংলায় তার অনূদিত গ্রন্থের মধ্যে রয়েছে, ‘আদর্শ মুসলিম’, ‘আদর্শ মুসলিম নারী’, ‘মহিলা মাসাইল’ ও ‘সহজ তাওহীদ’। ‘রিয়াদুস সালেহীন’র অত্র অনুবাদের পর তিনি ইতোমধ্যে কুরআন কারীমের সরল-সাবলীল অনুবাদও সম্পন্ন করেছেন। বর্তমানে ইলমে দীনের উপর রচিত গুরুত্বপূর্ণ আরো বেশকিছু গ্রন্থের অনুবাদকর্মে তিনি নিয়োজিত আছেন।