“জাতির পিতা বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ শেখ মুজিবুর রহমান এমনই এক রাজনৈতিক ব্যক্তিত্ব যার তুলনা তিনি নিজেই। পৃথিবীতে এত বড় দেশ প্রেমিক, মানবতাবাদী, স্বাধীনচেতা, বিপ্লবী বিরল। হাজার বছরের পরাধীন বাঙালিকে মুক্তির স্বাদ দিয়ে ছিলেন শেখ মুজিবুর রহমান। তাঁর চেতনাময় আগুন ঝড়া ভাষণে নিষ্পেষিত অবহেলিত জাতি জেগে উঠেছিল। বুক পেতে দিয়েছিল মেশিন গানের সামনে। বঙ্গবন্ধুর তেজদীপ্ত ভাষণে পাকিস্তানী নরপিশাচ ইবলিশদের বুকে কাপন ধরেছিল। ভাষণের মাধ্যমেই যিনি জাতিকে মুক্তির মন্ত্রে উজ্জিবীত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় নেতৃত্বে বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন প্রিয় মাতৃভূমির স্বাধীনতা। ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক শােষণমুক্ত সমাজ নির্মাণের আদর্শ এবং একটি উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ নামক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এসব আদর্শ এবং তার সােনার বাংলার স্বপ্ন রূপায়নের সুস্পষ্ট লক্ষ্যসমূহ পাঠক এ-ভাষণগুলাে থেকে জানতে পারবে।