“দ্য ওয়াণ্ডারার’স নেকলেস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ দ্য ফ্যামিলি বইটির মাধ্যমে মারিও পূজো তার পাঠকদের ১৫-শতকের এক অরাজকতাপূর্ণ রােমে নিয়ে গিয়েছেন । কথিত যে তখন অর্থের বিনিময়ে ভ্যাটিকান চার্চ-কেও কেনা যেতাে। কোনাে পােপের জন্যে যদিও বিবাহ নিষিদ্ধ তথাপি দেখা যেতাে যে তারা একাধিক রক্ষিত রাখতেন। নিজের স্বার্থের জন্যে এমন কোনাে হেন কাজ নেই যা করতে চার্চ দ্বিধাবােধ করতাে। মূল গল্পটি বেঁনেসা পােপ আলেকজান্ডার-ষষ্ঠ (যিনি রােজারিও বােরজিয়া নামে পরিচিত) এবং তার পরিবারকে ঘিরে আবর্তিত। পুজোর মতে আলেকজান্ডার হচ্ছেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর পােপ ও মাফিয়া ডন। যিনি তার পরিবারের (!) নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার জন্যে মিত্র বাহিনী গড়ে তুলেন, স্বার্থের জন্যে প্রতিবেশী রাষ্ট্রসমূহ দখল করেন এবং দূর্নীতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর তার সময়েই পােপ রাজ্যসমূহ তার ছেলে সীজার কর্তৃক একত্রিত হয়েছে যা আজ ইটালি নামে পরিচিত। যাকে সাহায্য করার জন্যে অমরশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি স্বয়ং এসেছিলেন। উপন্যাসটিতে পােপ আলেকজান্ডার এবং তার কৌশলী ছেলে সীজার, লােভী জোয়ান, সুন্দরী লুরেজিয়া, ঈর্ষাকাতর জরি ও রক্ষিতাদের জীবনালেখ্য লিপিবদ্ধ হয়েছে। ঈর্ষা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, হত্যা-নির্যাতন, যুদ্ধ, প্রণয়, নিষিদ্ধকাম এবং একটি পরিবারের আবেগ। প্রতিফলিত হয়েছে এর প্রতিটি অধ্যায়ে।
একাধারে কবি, লেখক, অনুবাদক, সংগঠক ও আবৃত্তিকার। জন্ম ১৯৭৬ সালের ১৫ জুলাই মৌলভীবাজার জেলার শমসেরনগরে। ইংরেজি সাহিত্যে এম.এ। বর্তমানে একটি কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে শিক্ষকতায় নিয়োজিত। প্রথম বই ‘ভালোবাসার অসমাপ্ত কবিতা’। প্রকাশিত হয় ২০০৫ সালের বই মেলায়। লেখালেখির জন্যে পেয়েছেন ‘মানবাধিকার সম্মাননা- ২০১০’, ‘শামসুর রাহমান সাহিত্য পুরষ্কার’ সহ একাধিক সম্মাননা। প্রকাশিত কাব্যগ্রন্থ : ভালোবাসার অসমাপ্ত কবিতা, যদি একটু ছুঁয়ে দাও, ভালবাসা.পড়স (কার্ড কবিতা), ঘাস ফড়িং ভালোবাসা, ভালোবাসার ছাড়পত্র। অনুবাদ : দ্য ফ্যামেলি (মূল- মারিও পূজো), ওমের্তা (মূল- মারিও পূজো), হোম অ্যালন (মূল- টড্ ট্রেসার), ওয়ার লক (মূল- উইলবার স্মিথ), দ্য পাওয়ার অব্ পজিটিভ থিংকিং (মূল- নরম্যান ভিনসেন্ট পিল), ও’ হেনরীর সেরা গল্প, মার্ক টোয়েনের নির্বাচিত সেরা গল্প। সায়েন্স ফিকশন : ইরিত্রিয়। সম্পাদনা : ১৫ আগস্ট ট্রাজেডি- জাতির জনক হত্যার রক্তাক্ত অধ্যায়, কমলগঞ্জ উপজেলা পরিচিতি, নোঙর। ছোটদের বই : ডাইনী কন্যা ইরাবতী, মজার যত আবিষ্কার। ইংরেজি গ্রামার : An Exclusive book of English Vocabulary and Rules with proverbs