"অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট" বইটির ভূমিকা থেকে নেয়াঃ ১৮৯৮ সালে জার্মানির ওসনাব্রুকে এক মধ্যবিত্ত পরিবারে এরিখ মারিয়া রেমার্ক-এর জন্ম হয়। এর আসল নাম এরিখ পল রেমার্ক। রেমার্ক-এর বয়স যখন মাত্র আঠারাে বছর তখন ইউরােপের বুকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই কিশাের বয়সেই লেখাপড়ার পাট চুকিয়ে রেমার্ককে সৈনিকের দলে যােগ দিতে হয়। তাকে পাঠানাে হয় ফ্রান্সের এক যুদ্ধক্ষেত্রে। ফ্রান্সের যুদ্ধসীমান্তে একটানা চার বছর লড়াই করতে গিয়ে পাঁচ-পাচ বার মারাত্মকভাবে আহত হন। যুদ্ধ যখন শেষ হলাে ততদিনে তিনি তার রুগ্ন মা, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনের সকলকেই হারিয়ে বসে আছেন। নিঃসঙ্গ হয়ে একা দেশে ফিরে আসেন। ফিরে এসে গ্রামের একটি স্কুলে মাস্টারির চাকরি নিলেন। ছােট ছােট ছেলেমেয়েদের মধ্যে থেকে মনের শান্তি খুঁজে নেবার চেষ্টা করলেন। একসঙ্গে নানা ধরনের সামাজিক কাজের মধ্যে নিজেকে জড়িত করেন। আর এর ফাকে ফাকে চলল সাহিত্যচর্চা। ইতিমধ্যে লটারিতে কিছু টাকা পেয়ে বেশ কয়েকটি দেশ ঘুরে বেড়ান। এরপর যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা নিয়ে লিখতে শুরু করেন। ১৯২৮ সালে তার বয়স মাত্র তিরিশ তখন প্রকাশিত হয় ‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট'। বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা বিশ্বে সাড়া পড়ে যায়। মাত্র এক বছরের মধ্যে বইটি বিশ্বের বাইশটি ভাষায় অনুদিত হয়। তখনকার দিনে বইটি কোন কোন ভাষায় কত কপি বিক্রি হয়েছিল তার একটি হিসাব দিচ্ছি। এই হিসাব থেকে অনুমান করা যাবে যে, বইটি সাড়া বিশ্বে কিরকম সারা জাগিয়েছে।
Erich Maria Remarque (জুন ২২, ১৮৯৮ – সেপ্টেম্বর ২৫, ১৯৭০) একজন জার্মান সাহিত্যিক ও স্বনামধন্য লেখক।তিনি তার যুদ্ধবিরোধী উপন্যাস "অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট"(All Quiet on the Western Front) এর জন্য বিখ্যাত। তার ছদ্মনাম ছিল এরিক পল রেমার্ক।