b"মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন" বইয়ের কিছু কথাঃ/b অনেকটা হঠাৎ করেই সৌধ নামের এক তরুণ ক্যাফে বুকওঅর্ম নামের একটা লাইব্রেরি’র লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পেয়ে যায়। সেখানেই ঝড়বৃষ্টির এক রাতে ওর পরিচয় হয় ইমতিয়াজ সালেহীনের সাথে।br ভদ্রলোক একটু রহস্য করে কথা বলতে পছন্দ করেন। গল্প বলার সময় মানুষকে একদম মন্ত্রমুগ্ধ করে রাখতে পারেন তিনি। বিশেষ করে ভৌতিক কিছু বর্ণনা করার সময় কন্ঠ আর ভাষা দিয়ে এমন একটা আবহ তৈরি করেন যে ভয় না পেয়ে উপায় থাকে না। বিচিত্র সব গাছ-পালায় ঘেরা এক ছাদে সৌধকে একদিন তার জীবনের একটা গল্প শোনান তিনি। সেই গল্প শুনে তীব্র ভয় গ্রাস করে ফেলে সৌধকে। সে কোনমতে পালিয়ে আসে সেখান থেকে। আর এরপর থেকেই প্রবল একটা দুঃস্বপ্ন ওকে তাড়া করতে শুরু করে।br নবাবদের আমলে আর্মেনিয়ানদের ছোটো একটা দল সাথে করে একটা বিশেষ জিনিস নিয়ে এসেছিলো এই দেশে। যেটাকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য মধ্যযুগ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অল্টারনেটিভ হিস্ট্রিতে নবাবদের পতনের পেছনেও এই নিষিদ্ধ জিনিসটাকে দায়ি করা হয়ে থাকে।br কিন্তু এর সাথে একজন সাধারণ লাইব্রেরিয়ানের সম্পর্ক কী? আর একটা গল্প শুনেই বা সে এতো ভয় পেলো কেনো?