"ডিসকোর্স বিশ্লেষণ ও প্রায়োগিক ভাষাবিজ্ঞান" বইটির সম্পর্কে কিছু কথা: বাংলা ভাষায় ভাষাবিজ্ঞানের উপর পাঠ্যপুস্তক বা গবেষণাপুস্তক নেই বললেই চলে। তবে বিক্ষিপ্তভাবে দু’একখানা বই অবশ্য লেখা হয়েছে। সেগুলি ভাষাবিজ্ঞান সম্পর্কে একটি ধারণা পাওয়ার মতাে কোন রচনা নয়। উপমহাদেশেই ভাষাবিজ্ঞানের উপর তেমন কোন বই লেখা হয়নি। ভাষাবিজ্ঞান বিষয়টি অতি প্রাচীন। কিন্তু আধুনিককালে যেভাবে ভাষাবিজ্ঞান চর্চা হয় প্রাচীনকালে তেমনভাবে হতাে না। প্রাচীনকালে ব্যাকরণের মধ্যেই ভাষাবিজ্ঞান চর্চা সীমাবদ্ধ ছিল। ফলে ভাষাবিজ্ঞান বিষয়টি আমাদের কাছে একেবারেই সাম্প্রতিক বা নতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতার ফলে বিষয়টিকে বাংলা ভাষাভাষীদের কাছে উপস্থাপন করার আগ্রহ বােধ করি। বিষয়টি নতুন, কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ের সংগে দর্শন, মনােবিজ্ঞান, নৃবিজ্ঞান, সংস্কৃতি ও কম্পিউটার বিজ্ঞান ঘণিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। চমস্কির আবির্ভাবের ফলে ভাষাবিজ্ঞানে এক বিপ্লব সাধিত হয়েছে। ভাষাবিজ্ঞান তাই অন্যান্য বিজ্ঞানের পাশাপাশি এক নতুন দিগন্ত উন্মােচিত করেছে। Formal Linguistics-এ বই লেখার পর আমার ইচ্ছা হল ডিসকোর্স অ্যানালিসিস্ ও প্রাগম্যাটিক্স নিয়ে লেখা। তারই ফলশ্রুতি এ বই। এ বইয়ে আমি ডিসকোর্স বিশ্লেষণে ভাষাতাত্ত্বিক approach নিয়েছি। আমরা . পরীক্ষা করেছি কীভাবে মানুষ তার চিন্তা ও ভাব প্রকাশের জন্য ভাষা ব্যবহার করে । বাকবিনিময়ে ভাষার forms কীভাবে ব্যবহৃত হয় তার একটি বর্ণনা দেয়ার জন্য বর্ণনাতক ভাষাবিজ্ঞানীর চিরায়ত চিন্তার বিষয়ই আমাদের প্রধান interest।