“বিসিএস পাটিগণিত সমাধান (বিসিএস পরীক্ষার্থী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের জন্য” বইটির ভূমিকাঃ পাটিগণিত গণিতশাস্ত্রের একটি শাখা। পাটি শব্দের অর্থ ক্রম, শৃঙ্খলা বাপ্রণালী। সুতরাং যে গণিতে যােগ, বিয়ােগ, গুণ, ভাগ প্রভৃতি ব্যবহৃত হয়৷ তাকেই পাটিগণিত বলা হয়। আমাদের দেশে শিক্ষাব্যবস্থায় ১৯৯৫ সাল পর্যন্ত মাধ্যমিক স্তরে অর্থাৎ ১৯৯৬ সালের এসএসসি পরীক্ষা পর্যন্ত পাটিগণিত অন্তর্ভুক্ত ছিলে। এর পর মাধ্যমিক পরীক্ষা থেকে পাটিগণিত বিষয়টি তুলে নেওয়া হয়। রোজ ভি বর্তমান আমাদের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণী পর্যন্ত পাটিগণিত চালু রয়েছে। পাটিগণিত গণিতশাস্ত্রের এমন একটি বিষয় যা চর্চা না থাকলে অনেকেই ভুলে যায়। পাটিগণিত বিষয়টি মাধ্যমিক স্তরে অর্থাৎ এসএসসি পর্যায়ে না রাখার কারণে অনেক শিক্ষার্থী উচ্চমাধ্যমিক ও এবং পরবর্তী পর্যায়ে গিয়ে ভুলে যায়, যদিও এসময় তাদের এ বিষয়টি প্রয়ােজন না হলেও পরবর্তী সময়ে ভীষণ প্রয়ােজন হয়। মাধ্যমিক পর্যায় থেকে পাটিগণিত তুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের কাছে এর যথেষ্ট প্রয়ােজনীতা রয়েছে। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস শিক্ষার্থীদের যেমন এর প্রয়ােজনীয়তা রয়েছে, তেমনি মাস্টার্স পাস শিক্ষার্থীদেরও এর গুরুত্ব অপরিসীম। যেমন, একজন বিসিএস পরীক্ষার্থীর জন্য পাটিগণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে পাটিগণিতের অঙ্ক| থাকে। আবার সরকারি-বেসকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়ােগের ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্রেও পাটিগণিত অন্তর্ভুক্ত থাকে। এ ছাড়া প্রাইমারি শিক্ষক| নিয়ােগ পরীক্ষায়ও পাটিগণিতের অঙ্ক প্রশ্নপত্রে থাকে। | তাই বিসিএস শিক্ষার্থী এবং সরকারি-বেসকারি বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের জন্য আমাদের এই প্রয়াস। বইটি তাদের উপকারে এলে আমাদের এই শ্রম ও প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি। সূচিপত্র প্রথম অধ্যায় : মৌলিক সংখ্যা, গসাগু, লসাগু সেট মূলাদ, অমূলদ,পরিমাপ দ্বিতীয় অধ্যায় : ঐকিক নিয়ম তৃতীয় অধ্যায় : ক. অনুপাত ও সমানুপাত চতুর্থ অধ্যায় : শতকরা হিসাব ও এর ব্যবহার » ১৩৭; পঞ্চম অধ্যায় : ক্ষেত্র পরিমাপ ষষ্ঠ অধ্যায় : পরিসংখ্যান ও জনমিতি
সাধারণ জ্ঞান, আজকের বিশ্বঃ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী বইটির বৈশিষ্টঃ ৯৮তম নতুন সংস্করণ সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী বাংলাদেশ পরিচিতি বিশ্ব পরিচিতি বাংলাদেশের কৃষি, শিল্প ও খনিজ আন্তর্জাতিক কৃষি, শিল্প ও খনিজ বাংলাদেশের সরকারি বেসরকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক সরকারি বেসরকারী প্রতিষ্ঠান বাংলাদেশের ইতিহাস, ঐতিজ্য, সংস্কৃতি, সভ্যতা ও শিক্ষা আন্তর্জাতিক ইতিহাস, ঐতিজ্য, সংস্কৃতি, সভ্যতা ও শিক্ষা বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু ও পরিবেশ আন্তর্জাতিক আবহাওয়া, জলবায়ু ও পরিবেশ বাংলাদেশের জনসংখ্যা, জাতি ও অবস্থান আন্তর্জাতিক জনসংখ্যা, জাতি ও অবস্থান এছাড়াও অন্যান্য বিষয়সমূহ বাংলাদেশের সকল বোর্ডের বিগত কয়েকটা বছরের পরিক্ষার প্রশ্ন ও উত্তর
Title
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্বে যে ৪টা বই অবশ্যই পড়তে হয়
Dr. Soumittro Shekhor ড. সৌমিত্র শেখর কলামিষ্ট, প্রাবন্ধিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী প্ৰাপ্ত ড. শেখর সরকারি বৃত্তিপ্রাপ্ত গবেষক হিসেবে অত্যন্ত তরুণ বয়সে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন (১৯৯৭), রবীন্দ্ৰভারতী বিশ্ববিদ্যালয় থেকে, বিদ্যাসাগর-অধ্যাপক ড. ক্ষেত্র গুপ্তের তত্ত্বাবধানে। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি ১৯৯৬ সালে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, প্রভাষক পদে। পরের বছর, পিএইচ. ডি. ডিগ্রি অর্জন হলে প্রভাষক পদে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে । কিশোর বয়স থেকে পত্রিকায় লেখালেখি শুরু হলেও নিয়মিত কলাম লেখা আরম্ভ করেন ১৯৯৭ সাল থেকে। বিক্ষুব্ধ সমকালকে তিনি ধারণ করেন কলামে, নিজস্ব চিন্তা দিয়ে চেষ্টা করেন তিমির হননে। রাষ্ট্ৰীয় বা উগ্ৰপন্থীদের ভ্ৰকুটি উপেক্ষা করেই লেখনী ধারণ করেন তিনি। সাহিত্য-আলোচনায় তিনি প্রয়োগ করেন একান্ত নিজস্ব দৃষ্টিভঙ্গি। ব্যক্তির মন-জোগান লেখায় বিশ্বাস নেই তাঁর। গতানুগতিক আলোচনায় দীর্ঘ দীর্ঘ শব্দের যত্রতত্র যে ব্যবহার, সেগুলো তার সাহিত্যালোচনায় একেবারেই দেখা যায় না। ড. শেখর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমী, বাংলাদেশ ভাষা-সমিতির জীবন সদস্য। গবেষণার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস এওয়ার্ড (২০০১) ও ময়েনউদ্দিন ফাউন্ডেশন পদক (২০০৮) লাভ করেন।