• কুজো তবে শুধু একটা কথা। দানব কখনাে মরে না। ওয়্যারউলফ, ভ্যাম্পায়ার, পেত্নি-পিশাচ , ভুত কিংবা বরফ আর জঙ্গলে• শয়তান র নাম-না-জানা অন্য যা কিছু হােক। দানব কখনাে মরে না। ‘মাহিকে যদি সত্যি সন্দেহ করি, এক মুহূর্ত দেরি না করে নিজেকেও আমি সন্দেহ করব।' • দা রিডার জার্মানির অতীত এবং বর্তমান সংযােগ নিয়ে সম্মােহিত করার মতাে একটি রােমন্থন: আবেগে ভরপুর, বুদ্ধিবৃত্তির যােগসাজশে এবং নাটকীয় আঙ্গিকে পরিবেশন করা হয়েছে লেখক এবং তার চেয়ে বেশি বয়সের এক নারীর সম্পর্ক। • দ্য ওয়ে অভ লাভ কবি এবং শিক্ষক হিসেবে সারা দুনিয়ায় যারা সবচেয়ে বেশি ভালবাসা পেয়েছেন তাদের অন্যতম হলেন জালালউদ্দিন রূমি। দ্য ওয়ে অভ লাভ সেই সুবিখ্যাত সুফি দার্শনিককে নিয়ে লেখা একটা উপন্যাস। • প্রতিদ্বন্দ্বী ‘সেটাই তাে জানতে চাইছি। আপনি কী? ' ‘আমি প্রতিদ্বন্দ্বী। এটাই হবে আমার একমাত্র পরিচয়। আমি শক্তির প্রতিদ্বন্দ্বী। তা সে যে শক্তিই হােক। • টু উইমেন যুদ্ধ যদি ছুঁয়ে দেয় তাহলে তাদের কি অবস্থা হতে পারে তারই বিশদ বর্ণনা দেখতে পাওয়া যাবে সাধারণ তরুণী গৃহবধূ সিজেরা আর তার কিশােরী মেয়ে রােজেটার জীবনে।
পশ্চিমবঙ্গের হুগলিতে জন্ম। চার বছর বয়সে বাংলাদেশে আসেন। পেশা : লেখালেখি অসংখ্য গোয়েন্দা উপন্যাস লিখেছেন ও অনুবাদ করেছেন। কর্মজীবনের প্রায় পুরোটাই সেবা প্রকাশনীতে লেখালেখির কাজে ব্যয় করেছেন। দীর্ঘ বহুবছর।