"ভৌতবস্তু" বিজ্ঞানের হাত ধরে মানুষ ধীরে ধীরে এগিয়ে গেছে সামনের দিকে। নতুন নতুন আবিষ্কার পৃথিবীকে দিয়েছে নতুন চেহারা। মানুষ প্রতিনিয়ত তাই বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, অধ্যয়ন করছে। শত শত বছর ধরে মানুষ বিজ্ঞানের সাধনা করে আসছে। আজ বিশ্বের শিশুরা প্রাথমিক বিদ্যালয় থেকে বিজ্ঞানের পাঠ নিচ্ছে। সহজ পাঠ থেকে শুরু করে ক্রমান্বয়ে প্রবেশ করে বিজ্ঞানের জটিল ও জটিলতর পর্যায়ে। পাঠের সুবিধার জন্য বিজ্ঞানকে বিভিন্ন শাখায় ভাগ করা হয়েছে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা প্রভৃতির ওপর ভিত্তি করে উন্নয়নের, অগ্রগতির হাজার প্রকারের গবেষণা হয়ে আসছে শত শত বছর ধরে। সমগ্র প্রকৃতিবিজ্ঞান ও প্রযুক্তিবিজ্ঞানের মূলে রয়েছে পদার্থবিদ্যা। দীর্ঘদিনের গবেষণার কারণে এবং খ্যাতিমান বিজ্ঞানীদের হাত ধরে পদার্থবিদ্যা শাখা-প্রশাখায় বেড়ে উঠেছে বিস্তৃতভাবে। তাই এই বিজ্ঞানের পাঠও ব্যাপক হয়েছে। পদার্থবিদ্যার পাঠ যেমন অবশ্যম্ভাবী বিজ্ঞানের ছাত্রছাত্রীর জন্য, তেমনি তা পাঠে সাবলীলতা আনাও গুরুত্বপূর্ণ। এই বিষয়টি সামনে রেখে পদার্থবিদ্যা নিয়ে বিভিন্ন সময় লেখা হয়েছে বই ও নিবন্ধ। জনপ্রিয় বিজ্ঞান লেখকদের মধ্যে ইয়াকভ পেরেলমান, কিতাইগারােদস্কি উল্লেখযােগ্য। পদার্থবিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য তাদের ভূমিকা বিজ্ঞান পাঠকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।