গ্রামের নাম সিংহরিয়া। চট্টগ্রাম জেলার উত্তর অঞ্চলের অজ-পাড়া গাঁ। কৃষি নির্ভর অনুন্নত গ্রাম। গ্রামের মানুষ ছিল একমাত্র কৃষির উপর নির্ভরশীল। গাঁয়ে বসবাসরত লোকজন ছিল সাধারণ ও সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী। গতরে খেটে খাওয়া মানুষ যা হয়। গেঁয়ো ভাষায় বলতে গেলে গ্রামে সব চাষা-ভুষা মানুষের বাস। দরিদ্র কৃষক পরিবারের ছেলে-মেয়েরা গ্রাম্য পরিবেশে বড় হয়। গ্রাম্য পরিবেশেও তারা লেখাপড়ার প্রতি যত্নবান। মনোযোগ সহকারে লেখাপড়া করে। অনেকে দেশের ও দেশের বাইরের অনেক গুরুত্বপূর্ণ খবরা-খবর ও নিয়মিত রাখে। গ্রামের প্রায় প্রত্যেকটা ছেলে-মেয়ে স্কুল-কলেজে যায়। কৃষক পিতা-মাতারা ছেলে-মেয়েদের লেখাপড়ার প্রতি যথেষ্ট যত্নবান। লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ গড়ার জন্য তারা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে। ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করতে কৃষক পিতা-মাথার আগ্রহের কোনো কমতি নেই। যে জন্য অজ-পাড়াগাঁয়ের ছেলে-মেয়েরা শিক্ষা-সংস্কৃতি ও সভ্যতায় পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে সদা সচেষ্ট থাকে। সেই সব ছেলে-মেয়েরা দেশপ্রেম সম্পর্কেও সচেতন। দেশ ও দেশের মানুষের কথা তারা ভাবে। দেশপ্রেমে তারা সচেতন হয়ে উঠে। তাই দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে তারা জ্ঞাত।