“ইচ্ছের মানচিত্র" বইটির কিছু তথ্যঃ কিযী তাহনিনের জন্ম ১৩ জানুয়ারি, ঢাকায়। বেড়ে ওঠা, বড় হওয়া এক সৃজনশীল পরিবারে। দুই বোনের মধ্যে তিনি বড়। মা গবেষক ও শিক্ষাবিদ ড. জোবায়দা আখতার এবং বাবা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. হারুন। বাবা-মায়ের পরিচর্যায় খুব ছোটবেলা থেকে তাঁর সৃজনশীল চর্চার প্রতি আগ্রহ জন্মে। লেখালিখি শুরু হয় ইত্তেফাকের শিশুপাতায় কবিতা লেখার মধ্য দিয়ে। সেই সৃজনশীল লেখার অধ্যবসায় এবং চর্চা তিনি চালিয়ে যেতে চান। তাঁর লেখা গল্প এবং কলাম প্রকাশিত হয়েছে দেশের বিভিন্ন স্বনামখ্যাত পত্রিকা যেমন—সমকাল, বণিক বার্তা, সারাবাংলা, বিডিনিউজ ২৪, আমাদের অর্থনীতির সাহিত্য পাতায়। কিযী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম বিভাগ পেয়ে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনিবিলিটি বিষয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের একটি অঙ্গসংস্থায় কর্মরত আছেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড কিযী তাহনিনের কর্মজীবন এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তাঁর প্রচেষ্টা ও সফল ভূমিকা নিয়ে স্টোরি অব মাই লাইফ নামে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করে, যা পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শিত হয়। ইচ্ছের মানচিত্র কিযী তাহনিনের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।
কিযী তাহনিন তাকিয়ে দেখতে ভালোবাসেন, চারপাশ - জংলা কিংবা পুষ্পবাগান। শ্যাওলাসবুজ ডোবা কিংবা টলটলে স্বচ্ছ পুকুর। কাছে, দূরে, প্রাণ আর অপ্রাণের মাঝে তিনি খোঁজেন বেঁচে থাকার সূত্র, হৃদয়-সাগরে লুকিয়ে থাকা অমূল্য মনি-মাণিক্যের গল্প। মধুর রবের বুঝতে না পারার সংকটের গল্প, হৃৎ জমিনে স্বপ্নের চর জেগে ওঠার গল্প কিংবা খুন্তি বুড়ির এক্কা দোক্কা তেক্কা ছকে বাঁধা জীবনের গল্প সামনে তাকানোর আশা জাগায়। শান্তি, লতা, মঈন, স্মৃতি আর শোয়েবের মতন চরিত্ররা বুনে যায় ভালোবাসার শীতলপাটি। খাইরুল জর্দা, টুকু পাগলা আর পেয়ারুদ্দিন খানের মতন মানুষেরা বড্ড ভাবায়, হাসির খোরাক হয়ে ওঠে, বেঁচে থাকার অনুপ্রেরণা জাগায়। তার গল্পের স্মৃতি আর বর্তমানের সন্ধি আসলে স্বাধীনতার রঙিন সুতোয় বাঁধা সময়ের গল্প।