"লালন-গুরু সিরাজ সাঁইয়ের গান" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ সিরাজ সাঁইয়ের প্রধান পরিচয় তিনি বাউলসম্রাট লালন ফকিরের গুরু। ‘লালন-গুরু’ হিসেবেই এতদিন তিনি পরিচিত ও নমস্য ছিলেন। আজকাল কিছু বিপথগামী লালনভক্ত ও স্বঘােষিত লালন-গবেষক সিরাজ সাঁইয়ের ব্যক্তিপরিচয় মুছে ফেলার কূটকৌশলে লিপ্ত। তারা বলতে চেষ্টা করছেন- “সিরাজ সাঁই’ বলতে কেউ নেই, ‘সিরাজ সাঁই’ চরিত্রটি লালন ফকিরের ‘কল্পনার সৃষ্টি’। এ কথা সত্য হলে প্রকারান্তরে লালন ফকিরের অস্তিত্বই অস্বীকার করা হয়। গুরুবাদী সাধন পদ্ধতিতে গুরুহীন সাধনা অসম্ভব। বাউলসাধনায় গুরুকে অস্বীকার করার কোনােই সুযােগ নেই। কেননা বাউলের সাধনা অনুমানের সাধনা নয়, বস্তু ও বাস্তবের সাধনাই বাউলদর্শনের সারাৎসার। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সিরাজ সাঁইকে নিয়ে এখন পর্যন্ত কোনাে পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ নেই। খণ্ডিত তথ্য উপস্থাপন ও দায়সারা মন্তব্য ছাড়া সিরাজ সাঁইকে কেউ-ই সেভাবে অনুসন্ধান করেননি, যদিও সিরাজ সাঁইকে নিয়ে গবেষণা করা ভীষণ জরুরি ছিল। সৈয়দ জাহিদ হাসান নতুন-পুরাতন তথ্য-উপাত্তের সাহায্যে সিরাজ সাঁইকে নিয়ে নতুন পাঠ তৈরি করেছেন। নতুন আলাে ফেলে খুজে এনেছেন লােকচক্ষুর অগােচরে থাকা অনেক দরকারি কথামালা। 'লালন-গুরু সিরাজ সাঁইয়ের গান’ গ্রন্থটি বাউল সাহিত্যের ধারায় একটি মূল্যবান সংযােজন। এই গ্রন্থটি সিরাজ সাঁই চরিত্রটি জানতে ও বুঝতে ভূমিকা রাখবে। মানুষকে পরিচয় করিয়ে দেবে তার বেহাত হওয়া সৃষ্টিসম্ভারের সঙ্গে। সাধক সিরাজ, গুরু সিরাজ ও লােককবি সিরাজকে এই প্রয়ােজনীয় ও মূল্যবান গ্রন্থের মাধ্যমে পাঠকের সামনে হাজির করা হলাে।