"কবিতা সংগ্রহ" ফ্ল্যাপে লেখা কথা: আবু সাঈদ ওবায়দুল্লাহর কবিতা মাল্টিলেয়ারড, কেন্দ্রহীন, কখনাে বিমূর্ত বা পরাবাস্তবতার টেক্সচারে রচিত। তাই তার কবিতা প্রথম পাঠেই উন্মােচিত হয় সহজে, পাঠকের আরও একটু সময় করে পড়ে নিতে হয়। তখন ধীরে ধীরে তার অবগুণ্ঠন ভাঙতে থাকে আর আমরা বিস্ময়ে, মন্ত্রমুগ্ধ হয়ে তার কবিতায় অবগাহন করতে থাকি। সাঈদের কবিতা বদলেছে বহুবার। বাংলাদেশে থাকা অবস্থায় তার কবিতা স্বদেশের শিকড়জুড়ে, বাঙালির ইতিহাস, উত্থান, পতন, গৌরবগাথায় লতাপাতার মতাে জড়িয়ে ছিল ‘পলাশী ও পানিপথ’, ‘গানের বাহিরে কবিতাগুচ্ছ, ‘নাে ম্যান্স জোন পেরিয়ে’, ‘জল্লাদ ও মুখােশ বিষয়ক প্ররােচনাগুলি' কাব্যগ্রন্থে এই নিশানাগুলাে লক্ষ করা যায়। সময়ের সাথে সাথে, বিশেষ করে অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসনের পর তার কবিতা বদলে গেছে আবারও, ভেতর ও বাইরে। কন্টেন্ট আর ফর্মের সাথে সাথে বদলে গেছে ভাষা। জিয়াে পােয়েটিকসে যেমন কবির স্থানীয় জীবন, ভূপ্রকৃতি কবিতায় আত্মস্থ হয়, তেমনিভাবে তার কবিতায়ও তার নতুন আবাসস্থলঅস্ট্রেলিয়ার জলবায়ু, প্রকৃতি, তার ইমিগ্র্যান্ট হবার আনন্দ ও যাতনা দুই প্রকাশ পেয়েছে। ‘সাদা সন্ত মেঘদল’ ও ‘ক্রমশ আপেলপাতা বেয়ে' কাব্যগ্রন্থ দুটিতে এসবের পরিচয় মেলে। আবার তাকে দেখা যায়, এক আবিদের কলমে মাবুদকে কাছে পাবার নিমগ্ন সুরের, মরমি কবিতাগুচ্ছ লিখতে (সিজদা ও অন্যান্য ইসরা)। এ যেন এক নতুন আবু সাঈদ ওবায়দুল্লাহ। তার এই ধারার কবিতাগুলাে ইতিমধ্যেই এক ভাষা-ঐশ্বর্য নিয়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। আবু সাঈদ ওবায়দুল্লাহর কবিতার বিশেষ গুণ- তার কবিতা বােঝার আগেই পাঠকের ভালাে লেগে যায়, কারণ তার কবিতার শক্তি- এর জাদুময় ভাষা। তার কাছে ভাষা শুধু অতি সরলরৈখিক বা অ্যাবসার্ড চিন্তাভাবনা প্রকাশের বাহন নয়, তার আছে ইতিহাস, সমাজ, মানুষ ও রাজনীতির কাছে দায়বদ্ধতা। হয়তাে সেখান থেকেই তার কবিতায় যুগপৎ বিস্ময় আর বেদনাবােধের একটি চিকন স্রোত লক্ষ করা যায়। তাই তার লেখা ব্যক্তিমানুষের স্বরলিপি হয়েও আবার তা বহু মানুষের ক্যালিওগ্রাফি যেন। এই কবিতাসংগ্রহে আবু সাঈদ ওবায়দুল্লাহর প্রথম থেকে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ৯টি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই সংগৃহীত হয়েছে। এ ছাড়া এখানে অন্তর্ভুক্ত হয়েছে আবু সাঈদ ওবায়দুল্লাহর লেখা অগ্রন্থিত কবিতার এক বিশাল ভান্ডার।
জন্ম: ৯ সেপ্টেম্বর ১৯৬৫; কিশোরগঞ্জ। পৈর্তৃক নিবাস: রায়পুরা, নরসিংদী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স), এমএ। পেশা: ইংরেজির শিক্ষক, TAFE NSW.