“শ্রেষ্ঠ উপন্যাস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ দৌড়’-এ প্রথম আত্মপ্রকাশ। তারপর থেকে ঔপন্যাসিক সমরেশ। মজুমদারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রজাপতির বিবর্তিত জীবনের গল্পের মতােই, তার লেখকসত্তা কথাসাহিত্য রচনার পর্বপর্বান্তরের মধ্য। দিয়ে ক্রমশ পরিণত হয়েছে। জীবনকে নানা দিক। থেকে দেখার প্রত্যয় ও দায়বদ্ধতা অনুভব। করেছেন তিনি। তার অবিস্মরণীয় ট্রিলজি। উত্তরাধিকার’ 'কালবেলা' ও'কালপুরুষ মানুষকে। নতুনভাবে চিনতে শিখিয়েছে। পাঠককে নিয়ে গেছে ভাবনার অন্যস্তরে আত্মবীক্ষার দর্পণে। আমাদের নিজস্ব প্রতিফলন কোথায় ভেঙেচুরে যায়, কোথায় তা কৌণিক হয়ে ওঠে, তার অনুপুঙ্খ আয়ােজনে তাঁর উপন্যাসগুলি গভীরভাবে ঋদ্ধ। একই সঙ্গে গল্প-বলার কৃতিত্বে তার নিজস্ব । লিপিমালা আদ্যন্ত বিশ্বস্ত । শিল্পসামর্থ্যে প্রথম। থেকেই পরিণত সমরেশের ভাষাভঙ্গি। উপন্যাসের বিষয়বস্তু নির্বাচনে সমরেশ। যে-বৈচিত্র্যের অনুসন্ধান করেছেন, বাংলা। উপন্যাসের ধারাবাহিকতায় তা বিশেষ উল্লেখের। দাবি রাখে। একই রকম কাহিনীর ছকে তিনি কখনও বন্দি থাকেননি। ফলে তাঁর উপন্যাস। সবসময়েই নতুন স্বাদ ও নতুন মাত্রা নিয়ে এসেছে। জীবনের যে-মর্মরূপ প্রতিফলিত হয়েছে তার। অপ্রতিহত কাহিনীগুলিতে, তাকে অনেক সময় । এক অপ্রত্যাশিত প্রতিঘাত বলে মনে হয় । কিন্তু। একটু তলিয়ে দেখলে পরিষ্কার হয়ে ওঠে, । সমাজ-আশ্রিত মানুষের অবয়ব এমনই। তাকে। কোনওভাবে লুকনাে যায় না। তার চেয়েও বড় কথা, কাহিনীর অনিবার্য ভারসাম্য রাখতে গেলে। মানুষকে রক্ত-মাংসসহ জীবন থেকে তুলে আনতে হয়।। বাংলা উপন্যাসে সমরেশের স্বাতন্ত্র্য ও জনপ্রিয়তা। আজ সর্বস্বীকৃত।
১৯৪২ সালের ১০ই মার্চ পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম বিশিষ্ট কথাসাহিত্যিক এবং ঔপন্যাসিক সমরেশ মজুমদারের। তাঁর শৈশব কাটে প্রকৃতির কোলে, চা বাগানে ঘুরে, আদিবাসী শিশুদের সাথে খেলে। এ কারণেই সমরেশ মজুমদার এর বই সমগ্রতে বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, চা বাগান, বৃষ্টি কিংবা পাহাড়ের কথা। তাঁর শিক্ষাজীবন শুরু হয় জলপাইগুড়ির জেলা স্কুল থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। গ্রুপ থিয়েটারের প্রতি তাঁর ছিল ভীষণ ঝোঁক। মঞ্চনাটকে চিত্রায়নের উদ্দেশ্যে তিনি সর্বপ্রথম ‘অন্তর আত্মা’ নামের একটি গল্প রচনা করেছিলেন। সেই গল্পে নাটক মঞ্চায়িত না হলেও পশ্চিমবঙ্গের পাক্ষিক সাহিত্য পত্রিকা দেশ-এ প্রকাশিত হয় গল্পটি। সেই থেকেই শুরু তাঁর লেখকজীবন। সমরেশ মজুমদার এর বই বাংলাদেশের প্রচুর মানুষ পড়েন, পড়তে ভালোবাসেন। দুই বাংলাতেই তিনি সমান জনপ্রিয়। তিনি ঔপন্যাসিক হিসেবে বিখ্যাত হলেও, ছোটগল্প, কিশোর উপন্যাস, নাটক, চিত্রনাট্যসহ, গোয়েন্দাকাহিনীও রচনা করেছেন। সমরেশ মজুমদার এর বই সমূহ, যেমন- সাতকাহন, গর্ভধারিণী, মৌষকাল, ট্রিলজি- উত্তরাধিকার-কালবেলা-কালপুরুষ, আট কুঠুরি নয় দরজা ইত্যাদি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাঁর সৃষ্ট চরিত্র অনিমেষ, মাধবীলতা, দীপাবলী আর জয়িতা পাঠকমনে আজও বিরাজমান। সাহিত্যে তাঁর অনন্য এবং অসামান্য অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে আনন্দ পুরস্কার, সত্য আকাদেমী পুরষ্কার, বঙ্কিম পুরস্কার এবং আইআইএমএস পুরস্কার অর্জন করেছেন।