“তেজ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ কেতাবী বাবু সংস্কৃতির চৌহদ্দির বাইরে হাজার বছর ধরে বাংলার গ্রামে-গঞ্জে, মাঠে-ঘাটে যাঁরা শিকড়ের মূল স্রোতধারাকে নিজেদের প্রাণপ্রাচুর্যে সঞ্জীবিত করে আজও প্রবহমান করে রেখেছেন তাদের সুখ-দুঃখ, সাধ-আহ্লাদ, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন আর স্বপ্নভঙ্গের পরে নতুন করে স্বপ্ন দেখার দুর্দম পৌরুষের আখ্যান ‘তেজ’, বাংলার ধুলােমাটিতে মিশে থাকা লােকসাধারণের অনতিক্রম্য পৌরুষের কথকতা ‘তেজ’, প্রান্তবাসী মানুষের প্রাত্যহিক বাঁচন লড়াইয়ের অদম্য প্রাণশক্তির এক অপ্রতিরােধ্য পরাক্রমের লােকগাথা ‘তেজ। কবির কথায়, “কিছুই তাে পায়নি ওরা। আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলােতে যে রাষ্ট্রিক কাঠামাে আমরা গড়ে তুলেছি সেখানে করুণাটুকু ছাড়া ওরা আর কিছুই পায়নি। আমি ওদের মাথা উঁচিয়ে চলার জন্য কিছু একটা দিতে চেয়েছিলাম, তার নাম ‘তেজ”। এত বাধার পাহাড় ভেঙে এগােতে হয় ওদের সে খবর আমরা কজনই বা রাখি। ওদের পায়ে কতরকমের যে। বেড়ি, ওদের সমুখে কতরকমের যে বাধা, কতরকমের যে বিপত্তি তার যেন শেষ নেই কোনও শেষ নেই। বাংলার প্রান্তবাসী মানুষজনের আত্মগরিমার সংগ্রামে এ আমার এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি।