"হৃদয়ের পঙক্তিমালা" বইয়ের ফ্ল্যাপের লেখা: প্রেম শাশ্বত, প্রেম চিরন্তন, প্রেম অনিন্দ্য সুন্দর। প্রেমই বাঁচিয়ে রাখে প্রাণীকূল। এ জগত সংসারে সব কিছুর মাঝেই লুকিয়ে আছে প্রেম। আমরা কেউ তা অনুভব করতে পারি না। এই প্রেমকে যে উপলব্ধি করতে পারেন সেই তাে কবি। আনন্দ বেদনা, দুঃখ কষ্টকে বােধের গভীর থেকে যিনি তুলে আনতে পারেন সেই তাে কবি। কেউ কবিতা লিখে কবি কেউ আবার না লিখেও কবি। মানুষ মাত্রই কবি। তার চলন বলন জীবন যাপনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লুক্কায়িত থাকে। কবিতার দ্যোতনাময় ছন্দ। জীবনের ঘটে যাওয়া অথবা আশপাশের অভিজ্ঞতা দীর্ঘদিন লালন করে এক সময় সেগুলােকে আপন দোলায় ব্যক্ত তাহেরা আখতার চৌধুরীর (সােমা তাহেরা চৌধুরী) হৃদয়ের পক্তিমালায়। সহজ সরল সাবলীল ছন্দে প্রতিটি কবিতায় ফুটে উঠেছে আমাদের নস্টালজিয়া, জীবনের মায়া খেলা। একজন মানুষ তখনই এমন কবিতায় মগ্ন হােন যখন পার্থিব জগতে মানুষ ভুলতে বসেছে মানবতা। সােমার কবিতাগুলােতে আমরা খুঁজে পাই নিজের জীবনের খুটিনাটি আর প্রেমের খুনসুটি। সরল ভাষায় নির্মল বাক্যের সাথে বাক্যের মিলন ঘটিয়ে তিনি গেঁথে চলেছেন কুসুম কানন। ভালােবাসার ভাষায় কোথাও এতটুকু নিষ্ঠুরতা অথবা কৃপণতা দেখাননি তার প্রকাশে। ব্যক্ত করেছেন জীবনের প্রতিটি স্তরের ঘটে যাওয়া সিম্ফনি। সদ্য ফোটা এই কাব্য ফুলের শক্তি সময়ের হাতেই তােলা থাক। আমরা শুধু সুবাসটুকু অনুধাবন করি।