পরম করুনাময়ের অসীম কৃপায় আমার সপ্তম একক গ্রন্থ 'এলেবেলে শিশুবেলা' অবশেষে প্রকাশিত হলো যার অনুপ্রেরণা আমাদের পরবর্তী প্রজন্ম। রাজধানী ঢাকা শহরে বসবাসরত যৌথ পরিবারের শূন্য মাস বয়েসী থেকে সদ্য কৌশোর পেরোনো নিজ পরিবার এবং প্রতিবেশী শিশুদের সান্নিধ্যে বসবাস করার কারণে সময়ে অসময়ে ছড়া, কবিতা, গানের আসর বসে যায়। উপরন্তু শিক্ষকতা পেশায় থাকার সুবাদে শিশু কিশোরদের সান্নিধ্যেই থাকা হয় সারাক্ষণ সারাবেলা। শিশুদের সান্নিধ্য বরাবরই আমার ভীষণ ভাললাগে। আমার ছড়া কবিতার উৎস নানান বয়েসী নানান শিশুর ভালো লাগা, মন্দলাগা, আবেগ ও অনুভূতির প্রকাশিত রূপ। ওরা শুধু গ্যাজেট নিয়েই পড়ে থাকে না, নানারকম সৃষ্টিশীলতার সাথেও আমাদের পরবর্তী প্রজন্ম জড়িত। উদাহরণ স্বরূপ, 'এলেবেলে শিশুবেলা'র প্রচ্ছদ শিল্পী আমার কনিষ্ঠ পুত্র এম জুনায়েদ আলম চৌধুরী (১২ বছর)। ছড়া কবিতার সাথে সম্পৃক্ত ছবিগুলোর অবদানও জুনায়েদের। ভাইবোনদের এবং বড়দের পরামর্শ নিয়ে ছবিগুলো পরিশীলিত এবং পরিমার্জিত করেছে। ওদের পারস্পরিক সহযোগিতার মনোভাব এবং বিনয়ী মনোভাবে আমিও মুগ্ধ। আমাদের পরিবারের শিশুরা তাদের পছন্দের বিষয়বস্তু দিয়ে অনুরোধ করেছে ছড়া কবিতা লিখতে। আমিও লিখে ফেলেছি ঝটপট। ওরাও লেখে। পরবর্তীতে ইচ্ছে রয়েছে বাচ্চাদের লেখার সংকলন বের করার। আমাদের পরবর্তী প্রজন্মের চোখে আমি আলোর বিচ্ছুরণ দেখি। ওরা সাহসী, ওরা আশার সঞ্চারী। তাইতো ওদের মুখপানে চেয়ে বরাবরই আশাবাদী হয়ে উঠি, আমার স্বপ্নরা তখন ডানা মেলে অসীম আকাশে অজানা কোন অর্জনের পথে। নতুন প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের উপরেই বর্তায়। একই সাথে নবীন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার এক ক্ষুদ্র প্রয়াস আমার রচিত শিশুতোষ ছড়া কবিতার বই 'এলেবেলে শিশুবেলা'। সকলের মঙ্গল কামনা করছি।