"জীবনানন্দ দাশের অগ্রন্থিত প্রেমের কবিতা ও অন্যান্য" ফ্ল্যাপের লেখা: যারা প্রেমের কবিতা পড়তে ভালােবাসে এবং যারা জীবনানন্দ ভক্ত উভয়ের জন্যই এই বই। প্রশ্ন জাগতে পারে, বাজারে জীবনানন্দ দাশের এতাে এতাে কবিতাসমগ্র থাকার পরও নতুন করে কেন এই বই? সবাই জানেন, মৃত্যুর আগেই জীবনানন্দের ৫টি মৌলিক কাব্যগ্রন্থ— ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সহাপৃথিবী ও সাতটি তারার তিমির — প্রকাশিত হয়। মৃত্যু পরবর্তী ৩ বছরের মধ্যে রূপসী বাংলা (১৯৫৭) এবং ৭ বছরের মধ্যে বেলা অবেলা কালবেলা (১৯৬১) কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত হয়। এখানে বিশেষভাবে উল্লেখ্য, তার এই ৭টি কাব্যগ্রন্থ ছাড়াও আরাে সমপরিমান কবিতা অগ্রন্থিত হিসাবে পাওয়া যায়। এই বিপুল পরিমান অগ্রন্থিত কবিতা সম্ভারের মধ্যে অনেক মহার্ঘ কবিতার সন্ধান মেলে, যা একটি পূর্ণাঙ্গ মৌলিক গ্রন্থের অধিকার রাখে। সেখানে পাওয়া যায় অপূর্ব সব প্রেমের কবিতা, যা নিছক আত্মপ্রেমে ফুরিয়ে যায়নি, বরং বনলতা সেন-এর মতাে তাতে আছে মহাকালের দূরাশ্রয়ী অনুভূতির ব্যঞ্জনা । বিভিন্ন সময়ে বিভিন্ন আলােচকের লেখায় এই সব কবিতার উল্লেখ পাওয়া যায়। এই ছােট্ট বইটি সেই সব কবিতারই সংকলন। আশাকরি, বইটি পাঠকের চাহিদা পূরণ করবে। স্নেহভাজন কবি মঈন ফারুক-কে ধন্যবাদ। তার আগ্রহেই বইটি আপনাদের হাতে এলাে। -রিঙকু অনিমিখ
Title
জীবনানন্দ দাশের অগ্রন্থিত প্রেমের কবিতা ও অন্যান্য