বর্তমানে রাখাইন নামে পরিচিত আরাকানে জাতিগত নিধন আর বিতাড়ন চলছে অনেক বছর ধরে। রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর পরিচালিত এহেন অব্যাহত অভিযানের প্রেক্ষাপট যেন গত শতাব্দীর তিরিশের দশকে হিটলারের নেতৃত্বে জার্মানিতে পরিচালিত প্রচণ্ড বর্ণবাদী উগ্র জাতীয়তাবাদের সঙ্গে তুলনীয়। br/ br/হিটলারের নাজি জার্মানির উগ্রবাদীরা দাবি করেছিল তারাই জগতের সর্বশ্রেষ্ঠ। বলেছিল, তাদের জাতিতে মিশে যাওয়া ইহুদিরা হলো তাদের ঐ শ্রেষ্ঠত্ব বজায় রাখার ক্ষেত্রে হুমকিস্বরূপ। এমন চেতনায় শুরু হয় ইহুদি বিদ্বেষ। হিটলারের রাষ্ট্রনীতি জার্মানির মানুষকে উসকে দেয় ইহুদি সংখ্যালঘুদের বিপক্ষে। রাষ্ট্রীয়ভাবে চলে নির্মূলের নিষ্ঠুর অভিযান। br/ br/ শতাব্দী পেরিয়ে এই নতুন সহস্রাব্দে ঐ দৃশ্যপটের সঙ্গে কী অপূর্ব মিল রোহিঙ্গাদের নিধনযজ্ঞ ও মাতৃভূমি থেকে বিতাড়নের রাষ্ট্রীয় নীতির। রোহিঙ্গাদের এই নিধন পর্ব হিটলারের ঐ রাষ্ট্রনীতির চেয়েও যেন ভয়ংকর ও দীর্ঘমেয়াদি নিষ্ঠুরতায় ভরা। নির্মমতার কাহিনীগুলো যেন মধ্যযুগের কারবালা কাহিনীর চেয়েও মর্মস্পর্শী ও হৃদয়বিদারক। কারবালার কাহিনী নিয়ে অনেক আগে বাংলা সাহিত্যে বিষাদ সিন্ধু রচিত হয়। রোহিঙ্গাদের বিষাদগাথা সেই কাহিনীকেও ছাপিয়ে গেছে অনেক আগেই। br/ br/ এই রচনায় লেখক তাঁর সুপরিচিত ভঙ্গিতে বিশ্ব বিবেককে নাড়া দেয়া আধুনিক কালের এই করুণ কাহিনীই তুলে ধরেছেন রোহিঙ্গা ও আরাকানের কালানুক্রমিক ইতিহাস বর্ণনার মধ্য দিয়ে। তাঁর এই বর্ণনা অত্যন্ত প্রাঞ্জল ও অনবদ্য, পাঠককে তা মুগ্ধ করবে নিশ্চয়ই।
"সিরাজ উদ্দিন সাথী ভিন্নমাত্রার একজন লেখক ও গবেষক। তাঁর লেখার বিষয়বস্তু প্রকৃতি, মানুষ ও মানুষের ইতিহাস। বাংলা ইংরেজিতে প্রাঞ্জল ভাষায় তাঁর লেখায় থাকে অনেক নতুন তথ্য, অজানা বিস্ময়! তাঁর লেখায়, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতি বিমূর্ত রূপ পায়। তাঁর লেখা নিয়ে প্রথম বই নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত ""বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য""। তাঁর লেখা বইয়ের সংখ্যা ত্রিশ। এর মধ্যে রয়েছে উপন্যাস ও ভ্রমণ কাহিনীও। রয়েছে বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে অনবদ্য দুইটি বই- বাংলাদেশের আমলাতন্ত্র ও আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর। রয়েছে বাংলায় দাসপ্রথা ও কালো অর্থনীতি নিয়ে প্রথম প্রকাশিত বই- দাস প্রথা, দাস বিদ্রোহের কথা, :বাংলাদেশের অর্থনীতির কালোজগৎ। উপন্যাস শীতলক্ষ্যার লাশ ও করোনাকালের দিবা-রাত্রি। জীবনীগ্রন্থ সক্রেটিস, Grameen Bank: The Struggle of Dr. Muhammad Yunus. অনুবাদ গ্রন্থ- স্টিফেন হকিংয়ের গ্র্যান্ড ডিজাইন এবং বাংলাদেশে মিলিটারি ক্যু। সর্বশেষ গ্রন্থ "" শিমুল পলাশের জীবন আমার। "