নিঃসন্দেহে বলা যায়-এটিই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপ্নকাঙ্খার প্রথম মুদ্রিত গ্রন্থ, যা ১৬। ডিসেম্বর ১৯৭১-এ বিজয়ের প্রায় ৪ মাস আগে প্রকাশিত হয়েছিল। এতে আমাদের জনযুদ্ধ ও মুক্তিসংগ্রামের যে চিত্রটি উঠে এসেছে, তা যেন সত্যের চেয়েও সত্য একটি দুর্লভ ঐতিহাসিক দলিল। একটি নির্মোহ জায়গা থেকে বিচার করার প্রথম রচিত গ্রন্থটি দেশের মানুষের পাঠ করার সুবিধার্থে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হলাে। একই সঙ্গে যারা মূল ইংরেজি বইটির পাঠের স্বাদ নিতে চান সে বিবেচনায় হুবহু স্ক্যান কপিটিও ছাপানাে হলাে। মুক্তিযুদ্ধের এই ঐতিহাসিক দলিল প্রমাণ দেয় পাকিস্তানি বাহিনীর গণহত্যা, বর্বর নির্যাতন, ধ্বংসযজ্ঞ ও নারী নির্যাতনের পৈশাচিক রূপ। প্রমাণ দেয় আমাদের লাখাে বীর শহীদের সম্মুখসমরে ঝাপিয়ে পড়ে দেশের স্বাধীনতার জন্য আত্মাহুতির কারণ। প্রমাণ দেয় বাংলাদেশের। জন্মলগ্নের ভয়াবহতা কত মর্মভেদী যন্ত্রণার ছিল। যারা মুক্তিযুদ্ধের গােড়া থেকে সঠিক ইতিহাস পড়তে চান, গবেষণা করেন তাদের জন্য এটি ইতিহাসের আকর গ্রন্থ। সর্বোপরি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশটিকে এগিয়ে নিতে আগামী প্রজন্মের কাছে এই দুর্লভ দলিল তুলে দিতে পেরে বই-সংশ্লিষ্ট আমরা সবাই গর্বিত।
Title
একটি জাতির জন্ম : পূর্ব পাকিস্তান যেভাবে বাংলাদেশ হলো
আবদুল্লাহ জাহিদ। জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে অনার্স। সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স। বাংলাদেশের পরিকল্পনা উন্নয়ন একাডেমী থেকে উন্নয়ন অর্থনীতিতে ডিপ্লোমা। ইংল্যান্ডের হাল বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিষয়ক উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। বর্তমানে নিউ ইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরির একজন ম্যানেজার। দেশ-বিদেশের পত্রিকায় নিয়মিত কলাম, গল্প, প্রবন্ধ ও কবিতা লিখে থাকেন। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত আমেরিকা থেকে সাপ্তাহিক যায়যায়দিন ম্যাগাজিনে ‘ম্যানহাটন ডায়েরি’ নামে জনপ্রিয় একটি কলাম লিখেছেন যা পরবর্তীতে বই (২০১০) আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশিত অন্যবইগুলো হচ্ছে : [অনুবাদ গ্রন্থ] একটি জাতির জন্ম : পূর্ব পাকিস্তান যেভাবে বাংলাদেশ হলো (২০১৯); [ছোটোগল্প] নির্বাসিত ভালোবাসা (২০১৭); [সম্পাদনা] জীবন থেকে পাওয়া (২০১৪); [গবেষণা] বিশ্বসংবাদপত্রে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ (২০২১) এক কন্যা সন্তানের জনক।