"দ্য পাথ টু পার্সোনাল পাওয়ার" বইটির সম্পর্কে কিছু কথা: নেপােলিয়ন হিল দ্য পাথ টু পার্সোনাল পাওয়ার রচনা করেন ১৯৪১ সালে। এটি হ্যান্ডবুক আকারে বের করার পরিকল্পনা ছিল যাতে মহামন্দার কবলে জর্জরিত আমেরিকানরা এ বইটি পড়ে উদ্বুদ্ধ হতে পারে। কিন্তু পার্ল হারবারের বােমা হামলায় আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং বইটি আর প্রকাশিত হয়নি। বইটির কথা হিল নিজেই ভুলে গিয়েছিলেন। এ বইটি বহু বছর পরে নেপােলিয়ন হিল ফাউন্ডেশন সন্ধান পায় এবং প্রকাশ করে। প্রকাশের সঙ্গে সঙ্গে এটি বেস্টসেলারে পরিণত হয়। বেশিরভাগ পাঠক ও সমালােচক বইটির ভূয়সী প্রশংসা করেছেন। এ বইতে একটি শক্তিশালী রােডম্যাপ রয়েছে যা আপনাকে নিয়ে যাবে একটি আবিস্কারের দিকে : আর সেটি হলাে আপনার মনের সুপ্ত ক্ষমতা। আপনার ক্ষমতা আছে ধন সম্পদ, সাফল্য এবং সমৃদ্ধি অর্জন করার। তবে আপনাকে যা করতে হবে চলার পথে অবিচল থাকতে হবে, বাকিগুলাে আপনাকে অনুসরণ করবে। এ বইতে যেসব পরামর্শ বা উপদেশ দেয়া হয়েছে তা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার নিজের ক্ষমতায় ব্যক্তিগত পথে স্থির থাকতে পারবেন এবং সেই সাফল্য অর্জন করবেন যা অর্জন করা কখনাে সম্ভব ছিল না বলে আপনি ভেবেছিলেন।
পাঠকনন্দিত অনুবাদক অনীশ দাস অপু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে এই কৃতি লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর পাস করেন। ছাত্রাবস্থায়ই তিনি দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলোতে অনুবাদক হিসেবে কাজ করতে শুরু করেন, এবং ফিচার, গল্প ও উপন্যাস অনুবাদ করতে থাকেন। অনীশ দাস অপু এর বইগুলো সাধারণত থ্রিলার ও হরর ধাঁচেরই হয়ে থাকে। তবে ক্লাসিক ও সায়েন্স ফিকশনেও অনুবাদেও পিছিয়ে নেই তিনি। অনীশ দাস অপু এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো থিংক অ্যান্ড গ্রো রিচ, আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর (সিডনি শেলডন), দ্য স্কাই ইজ ফলিং (সিডনি শেলডন), সিলেক্টেড মিস্ট্রি স্টোরিজ (আলফ্রেড হিচকক), শ্যাডো অফ দ্য ওয়্যারউলফ (গাই এন স্মিথ), ইলেভেন মিনিটস (পাওলো কোয়েলহো), প্রেত, শাঁখিনী, কিংবদন্তীর প্রেত, আয়নাপিশাচ, পিশাচবাড়ি ইত্যাদি। এ পর্যন্ত তাঁর অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় চার শতাধিক। অনীশ দাস অপু এর বই সমগ্র বাংলাদেশের থ্রিলার ও হরর পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশে পাশ্চাত্য ধারার হরর গল্প ও উপন্যাস লেখার ক্ষেত্রে তিনি যোগ করেছেন এক নতুন মাত্রা, পেয়েছেন তুমুল পাঠকপ্রিয়তা। নিজের মূল পেশা হিসেবে লেখালেখি বেছে নিলেও অনীশ দাস অপু যুক্ত আছেন সাংবাদিকতার সাথেও। ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার সিনিয়র সাব-এডিটর হিসেবে কাজ করেছেন এই কৃতি অনুবাদক ও লেখক।