এ উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের এগডন হিথ নামক এক বিশাল বনাঞ্চল ঘেরা গ্রামকে ঘিরে। ডেমন ওয়াইলডিভ, ডিগােরি ভেন, মিসেস ইয়ােব্রাইট, ইউস্টেশিয়া, টোমাসিন, ক্লাইম ইয়ােব্রাইট-এই সব চরিত্রের সাথে। গ্রামের আরাে সাধারণ মানুষের সমন্বয়ে এগিয়ে চলে কাহিনি। মিসেস ইয়ােব্রাইটের ভাতিজি টোমাসিনের সাথে বিয়ে স্থির হয় গ্রামের সরাইখানার মালিক চতুর ওয়াইলডিভের সাথে। কিন্তু আসলে সে ভালােবাসে গ্রামের একমাত্র শিক্ষিতা যুবতী ইউস্টেশিয়াকে। এদিকে রিডলম্যান হিসেবে পরিচিত ডিগােরি ভেন মনে মনে ভালােবাসে টোমাসিনকে। প্যারিস শহর হতে গ্রামে ছুটি কাটাতে আসে রত্ন ব্যবসায়ী ক্লাইম ইয়ােব্রাইট। সে গ্রামে এসে ইউস্টেশিয়ার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করে গ্রামে থেকে যায়। এটা ক্লাইমের মা মিসেস ইয়ােব্রাইট মেনে নিতে পারেন না। ক্লাইম ইয়ােব্রাইট ইউস্টেশিয়াকে বিয়ে করে তার মায়ের বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাসা নেয়। কিন্তু ওয়াইলডিভ গােপনে ইউস্টেশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখে। শুরু হয় ক্লাইম আর ইউস্টেশিয়ার মাঝে সম্পর্কের টানাপড়েন। এভাবেই ক্রমে সামনে এগুতে থাকে কাহিনি ।
One of the most renowned poets and novelists in English literary history, Thomas Hardy was born in 1840 in the English village of Higher Bockhampton in the county of Dorset. He died in 1928 at Max Gate, a house he built for himself and his first wife, Emma Lavinia Gifford, in Dorchester, a few miles from his birthplace. Hardy’s youth was influenced by the musicality of his father, a stonemason and fiddler, and his mother, Jemima Hand Hardy, often described as the real guiding star of Hardy’s early life. Though he was an architectural apprentice in London, and spent time there each year until his late 70s, Dorset provided Hardy with material for his fiction and poetry. One of the poorest and most backward of the counties, rural life in Dorset had changed little in hundreds of years, which Hardy explored through the rustic characters in many of his novels. Strongly identifying himself and his work with Dorset, Hardy saw himself as a successor to the Dorset dialect poet William Barnes, who had been a friend and mentor. Moreover, Hardy called his novels the Wessex Novels, after one of the kingdoms of Anglo-Saxon Britain. He provided a map of the area, with the names of the villages and towns he coined to represent actual places. many of the poems and published them in 1898 and afterward. Back in Dorchester in 1867 while working for Hicks, he wrote a novel, The Poor Man and the Lady, which he was advised not to publish because it was too critical of Victorian society. Told to write a novel with a plot, he turned out Desperate Remedies (1871), which was unsuccessful.