" মুঘল ভারতের ইতিহাস" বইটির সম্পর্কে কিছু কথা: মুঘল শাসনামল ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কালপর্ব। সমকালীন বিশ্বে কেন্দ্র নিয়ন্ত্রিত এত বড় সাম্রাজ্য আর কোথাও ছিল না। ভারতবর্ষে মুঘলদের শাসনকাল ছিল তিনশ বছরের বেশি। তবে মুঘল সাম্রাজ্য পূর্ণশক্তি ও ঐশ্বর্য নিয়ে টিকেছিল দেড়’শ বছরের কিছু বেশি সময় (১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত)। জহিরউদ্দিন মুহাম্মদ বাবুর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তবে মুঘল সাম্রাজ্যের ধ্রুপদী যুগ শুরু হয় সম্রাট আকবরের শাসনামলে এবং সম্রাট আওরঙ্গজেবের শাসনামল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। এ সময় মুঘল সাম্রাজ্যের আয়তন ছিল ৩.২ মিলিয়ন বর্গ কিলােমিটারেরও বেশি। গৌরবের যুগে মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধিও ছিল প্রবাদ তুল্য। এ যুগে ভারতে শিক্ষা ও শিল্প-সংস্কৃতির পরিপূর্ণ বিকাশ ঘটে। স্থাপত্য, চিত্রকলা এবং সাহিত্য ও ললিতকলাসহ অন্যান্য ক্ষেত্রেও বিস্ময়কর অগ্রগতি সাধিত হয়। মুঘল ভারতের ইতিহাস শিরােনামের বর্তমান গ্রন্থে মুঘল সাম্রাজ্যের একটি সামগ্রিক ঐতিহাসিক চিত্র উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। গ্রন্থটি মােট তেরটি অধ্যায়ে বিন্যস্ত। এতে সম্রাট বাবুর থেকে আওরঙ্গজেব পর্যন্ত ৬ জন বিখ্যাত সম্রাটের রাজত্বকালের সবিস্তারে আলােচনা রয়েছে। আওরঙ্গজেব পরবর্তী অবক্ষয় যুগের ১২ জন সম্রাট সম্পর্কেও সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে গ্রন্থটিতে। মুঘল ইতিহাস অধ্যয়নের প্রাথমিক তথ্য উৎসসমূহের পরিচিতি, প্রাক-মুঘল যুগের ভারতের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ও সংস্কৃতি বিষয়ক আলােচনাও এ গ্রন্থে রয়েছে। মুঘল সুবাহদারি শাসনামলে বাংলার ইতিহাসের বর্ণনাটি মােটামুটি দীর্ঘ। মুঘল প্রশাসন, অর্থনীতি এবং সমাজ-সংস্কৃতি বিষয়েও বিস্তারিত আলােচনা রয়েছে এতে। গ্রন্থটিতে মুঘল সাম্রাজ্যের অবক্ষয় ও এর পতনের কার্যকারণ সম্পর্কেও বিশ্লেষণাত্মক বর্ণনা আছে। এতে সূর, আফগান বংশের ইতিহাসও যথাযােগ্য গুরুত্বের সাথে আলােচনা করা হয়েছে। মুঘল ও সূর আফগানদের ইতিহাস সম্পর্কে ইতিহাসের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস অনুরাগী সাধারণ পাঠকদের অনেক অনুসন্ধিৎসু জিজ্ঞাসার জবাব এ গ্রন্থে পাওয়া যাবে।