"গণিতের আনন্দ" বইয়ের ফ্ল্যাপের লেখা: গণিত নিয়ে অনেকের মধ্যে ভয়ভীতি কাজ করে বলে শোনা যায় যার আসলে কোনাে ভিত্তি নেই। বরং প্রকৃত সত্যটি হচ্ছে গণিত দুনিয়ার সবচেয়ে চমৎকার, সুন্দর ও আনন্দদায়ক বিষয়গুলাের একটি । নিরসভাবে উপস্থাপন না করে যদি গণিতের প্রকৃত সৌন্দর্য ও চমৎকারিত্ব বর্ণনার মাধ্যমে উপস্থাপন করা যায় তাহলে নিঃসন্দেহে গণিত হয়ে উঠবে সবার আগ্রহের বিষয়। গণিতচর্চা হয়ে উঠবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন-যাপনের অনুসঙ্গ। তখন যে কেউ আবিষ্কার করবেন তার জীবনযাত্রায় গণিত কীভাবে জড়িয়ে আছে, কিভাবে গণিত সবকিছুতে ঘুরে ফিরে আসছে। সাধারণ মানুষের কাছে গণিতকে আরাে সহজতর এবং জনপ্রিয় করার অভিপ্রায়ে লেখক ইন্টারনেটে গণিতের সৌন্দর্য নামে একটি ধারাবাহিক রচনা লেখা শুরু করেছিলেন যেগুলাে পাঠকমহলে যথেষ্ট সমাদৃত হয় । এরপরে গণিত বিষয়ক একটি ম্যাগাজিনেও কয়েকটি লেখা প্রকাশিত হয়। সেগুলােসহ আরাে বেশ কিছু লেখা নিয়ে এই বইটি প্রকাশিত হলাে। বর্তমানে দেশে গণিত আন্দোলন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে । এই বইটি সেই আন্দোলনে নতুন মাত্রা যােগ করবে বলে আশা করা যায় । লেখকের ভাষ্য অনুযায়ী এই বইটি গণিত শেখার জন্য নয় বরং গণিতের অসাধারণ সব বৈচিত্র্য উপলব্দি করে গণিত চর্চায় উদ্বুদ্ধ হওয়ার জন্য ।
"গণিতের সৌন্দর্য" বইয়ের সংক্ষিপ্ত কথা: গণিত নিয়ে অনেকের মধ্যে ভয়-ভীতি কাজ করে বলে শোনা যায়, যার আসলে কোনো ভিত্তি নেই। বরং প্রকৃত সত্যটি হচ্ছে গণিত দুনিয়ার সবচেয়ে চমৎকার, সুন্দর ও আনন্দদায়ক বিষয়গুলোর একটি। নিরসভাবে উপস্থাপনা না করে যদি গণিতের প্রকৃত সৌন্দর্য ও চমকারিত্ব বর্ণনার মাধ্যমে উপস্থাপন করা যায় তাহলে নিঃসন্দেহে গণিত হয়ে উঠে সবার আগ্রহের বিষয়। গণিতচর্চা হয়ে উঠবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন-যাপনের অসুসঙ্গ। তখন যে কেউ আবিষ্কার করতে পারবে তার জীবনযাত্রায় গণিত কীভাবে জড়িয়ে আছে, কীভাবে গণিত সবকিছুতে ঘুরে ফিরে আসছে। বর্তমানে দেশে গণিত আন্দোলন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই বইটি সেই আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়। দৈনন্দিন নানা উদাহরণ, ব্যাখ্যা, মডেল, চার্ট ব্যবহার করে গণিতের নানা দিক তুলে ধরা হয়েছে বইটিতে। এই বইটি গণিত শেখার জন্য নয় বরং গণিতের অসাধারণ সব বৈজিত্র্য উপলব্ধি করে গণিত চর্চায় উদ্ধুদ্ধ হওয়ার জন্য।
Dr Imtiaz Ahmed is Professor of International Relations and Director, Centre for Genocide Studies at the University of Dhaka. He is also currently Visiting Professor at Sagesse University, Beirut, Lebanon. He has authored, co-authored, and edited 33 books and nine monographs. Dr Ahmed heads several national and international projects and published more than 120 research papers and scholarly articles in leading journals and edited volumes. His recent publications are the following books: Women, Veiling and Politics: The South Asian Conundrum, edited (Dhaka: The University Press Limited, 2020); Civil Society, State & Democratic Futures in Bangladesh (Dhaka: Prothoma Prokashan, 2020); COVID-19: the otherside of living through the pandemic, edited (Dhaka: Pathak Shamabesh, 2021); and Rights, Rivers, and the Quest for Water Commons: The Case of Bangladesh (Berlin: Springer, 2021).