বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বাঙালির আস্থা ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। কারণ, প্রায়ই তিনি ভারাক্রান্ত মন নিয়ে অসহায় মানুষের জন্য দরদ প্রকাশ করেন, চোখের পানি ফেলেন। তিনি শান্তির প্রতীক। বাঙালির শান্তির জন্য তাঁর পিতা বঙ্গবন্ধু যা করতে চেয়েছিলেন, তিনি তা বাস্তবায়ন করে চলেছেন। বঙ্গবন্ধু একদিন স্বপ্ন দেখতেন বাংলাদেশকে নিয়ে, তিনি সোনার বাংলা গড়বেন। আজ আর তা স্বপ্ন নয়, বাস্তবতা। আমরা সুইজারল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে উন্নয়নের রোল মডেল মনে করি। এ সব দেশের সঙ্গে উন্নয়নের নানা বিষয় নিয়ে তুলনামুলক উপমা-উদাহরণও পেশ করে থাকি। আশা করি, শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশ সোনার বাংলাদেশ হবে। তাঁর নেতৃত্বেই গ্রাম হবে শহর। মানুষ গ্রামে বাস করেও শহরের নানা সুযোগ-সুবিধা পাবে। মানুষের চাহিদার শেষ নেই। তারপরও শেখ হাসিনার নেতৃত্বে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হতে চলেছে। দেশে অন্ন-বস্ত্র, বাসস্থান, বিদ্যুত, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আর মানুষের ভাবনা নেই। দেশে অভাব কমে গেছে। আজকাল মানুষ না খেয়ে মরে না। বাঙালি কৃষিনির্ভর। কৃষকরা তিন-চার ফসলি জমি চাষ করছে। ফসলও উৎপাদন হচ্ছে প্রচুর।