মিতসুহা এবং তাকি, হাইস্কুল পড়ুয়া দুই কিশোর-কিশোরী। দুই ভিন্ন মরেুর মানুষ। মতিসুহার বাস পাহাড়ের গভীরের একটি ছোট শহরে, অন্যদিকে তাকি থাকে ইট পাথরে ঘেরা টোকিও শহরে। মতিসুহা স্বপ্ন দেখে একদনি পাহাড় ঘরো কিছুই না পাওয়ার শহর ছেড়ে টোকিও যাবে। স্বপ্ন অর্পূণ থাকে না তার, পূরণ হয় তার স্বপ্ন। একদনি মতিসুহা ঘুম থকেে উঠে নিজেকে আবষ্কিার করে টোকিও শহরে, কিন্তু নিজের শরীরে নয়। তাকি নামরে এক অচনো ছেলেরে শরীর। অন্যদিকে একই সময়ে তাকিও ঘুম থকেে উঠে নিজেকে আবষ্কিার করে অচনো অজানা পাহাড়ঘেরা শহররে মতিসুহা নামের একটি মেয়ের শরীরে। অচনো অজানা পরিবেশে প্রথম প্রথম নিজেদের মানিয়ে নিতে কষ্ট হলেও শেষ র্পযন্ত তারা নিজেদের মানিয়ে নিতে থাকে অদ্ভুত পরবিশেরে সাথে । সেই সাথে দুজনে দুজন সর্ম্পকে অল্প অল্প করে জানতে থাকে। এভাবইে দুজনরে মধ্যে একটা অম্ল-মধুর সর্ম্পক তৈরি হয়। কিন্তু একদনি কোন রকম র্পূবাভাস না দয়িইে মতিসুহার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাকির। অনকেগুলো না পাওয়া প্রশ্নরে জবাব খুঁজতে তাকি নেমে পড়ে মতিসুহার খোঁজে । কিন্তু তাকির জানা নেই কোথায় থাকে মতিসুহা। কোথায় থেকে শুরু করবে তাও বুঝতে পারছে না সে । যে নাম্বার মতিসুহা তাকে দিয়েছিল সেটিও বন্ধ। বুঝতে পারে প্রায় দুঃসাধ্য একটি কাজে নেমে পড়ছে তাকি শেষ র্পযন্ত কি হয়ছেলিো? তাকি কি খুঁজে পয়েছেলিো মতিসুহাকে ? পেয়েছিল তার প্রশ্নরে জবাব? প্রিয় পাঠক, মাকোতো শনিকায়ের তুমল জনপ্রয়ি অ্যানমিশন “ইয়োর নেম” এর নভেলাইজেশনে আপনাকে স্বাগতম।