আন্ডার দি ল্যান্ডঃ ছুটিতে জঙ্গলে ঘুরতে গিয়ে পাবন, জয়, শুভরা পড়লো ভয়ংকর এক বিপদে। এক অদ্ভুত বুড়োর কারসাজিতে ওরা ফিরে গেল প্রায় ১৬০০ বছর পূর্বের আদিম যুগে। বর্তমানে ফিরতে হলে ওদের খুঁজে বের করতে হবে আন্ডার দি ল্যান্ড নামক বইটি। শুরু হল ওদের আদিম যুগে ভয়ংকর এক অ্যাডভেঞ্চার। গুপ্তধনের দ্বীপঃ আন্ডার দি ল্যান্ড বইতে ওরা খুঁজে পেল এক গুপ্তধনের দ্বীপের নকশা। ব্যস পাবন আর জয় নেমে পড়লো গুপ্তধনের সন্ধানে। কিন্তু প্রশান্ত মহাসাগরের প্রায় ২৫ হাজার দ্বীপের মধ্যে ঐ গুপ্তধনের দ্বীপ খোঁজা দুঃসাধ্য আর অসম্ভব প্রায়। তার উপর দ্বীপগুলোতে রয়েছে জলদস্যু আর মানুষখেকো জংলীদের আতংক। পথে ওরা আটক হল দূধুর্ষ জলদস্যু ব্ল্যাক হেমনের হাতে। সব বিপদ কাটিয়ে ওরা কি সফল হবে এই অভিযানে? রাজবাড়ি রহস্যঃ প্রায় ছয়'শ বছরের পুরানো এক রাজবাড়ির উত্তরাধিকার সূত্রে মালিক হলেন মিস্টার ফার্গুনেস। তার ইচ্ছে বাড়িটাকে মেরামত করে তিনি মিউজিয়াম তৈরী করবেন । কিন্তু সম্প্রতি রাজবাড়িতে ছয়'শ বছর আগে মৃত মন্ত্রীর আত্মাকে হাঁটাচলা করতে দেখেছে অনেকেই। এরই মধ্যে রাজবাড়িতে অদ্ভুত ভাবে হারিয়ে গেল অরকিয়া । কি রহস্য লুকিয়ে আছে রাজবাড়িতে!!! সত্যিই কি ভুত নাকি অন্য কিছু। ধর্ষণঃ রাতের অন্ধকারে আরিয়ানের সাথে দেখা করতে গিয়ে ধর্ষিত হল জিনিয়া। অসহায় মেয়েটা উপায়ন্তর না পেয়ে আত্মহত্যার চেষ্টা করলো। পাবন ওকে বাঁচালো ; আশ্বাস দিলো,'আপনার সাথেই আমরা সবাই আছি। আপনি যাতে ন্যায় বিচার পান সে জন্য আমরা সবরকম চেষ্টা করবো।' আরিয়ানের খোঁজে ওরা শহরে গেল। সেখানে গিয়ে ওরা জড়িয়ে পড়লো নতুন রহস্যে। সব রহস্যের জাল ছিঁড়ে ওরা কি পারবে জিনিয়ার মুখে হাসি ফোটাতে ?
কল্পনাতে সুখী আমি, কল্পনাতেই রাজা; কল্পনা ভেঙ্গে গেলে আমি দুঃখ রাজ্যের প্রজা । (~তুর্জয় শাকিল) কাল্পনিক গল্পের এই লেখক চাঁদপুর জেলার মতলব থানায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মেজবাহউদ্দীন একজন সরকারি চাকুরীজীবি এবং মাতা সুফিয়া বেগম একজন সাহিত্য অনুরাগী ও লেখিকা। ভৌতিক ও রহস্য গল্পের লেখক হিসেবে পরিচিত তুর্জয় শাকিল সামাজিক উপন্যাস ও রম্যকথনের বইও লিখেছেন। কিশোর ক্লাসিক রহস্য সিরিজ টু ডট কেম তার অভিনব সৃষ্টি।