গণনা করা ছিল আদিমতম গাণিতিক কর্মকাণ্ড। আদিম মানুষেরা পশু ও বাণিজ্যের হিসাব রাখতে গণনা করত। আদিম সংখ্যা ব্যবস্থাগুলি প্রায় নিশ্চিতভাবেই ছিল এক বা দুই হাতের আঙুল ব্যবহার করে সৃষ্ট। বর্তমানের ৫ ও ১০-ভিত্তিক সংখ্যা ব্যবস্থার বিস্তার এরই সাক্ষ্য দেয়।br> মানুষ যখন সংখ্যাগুলিকে বাস্তব বস্তু থেকে পৃথক ধারণা হিসেবে গণ্য করা শিখল এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ -- এই চারটি মৌলিক অপারেশন বা প্রক্রিয়া উদ্ভাবন করল, তখনই পাটিগণিতের যাত্রা শুরু হল। আর জ্যামিতির শুরু হয়েছিল রেখা ও বৃত্তের মত সরল ধারণাগুলি দিয়ে। আরো পরে শুরু হয়েছিল বীজগণিতের কারসাজী। কথা হলো আমরা ম্যাথের বিস্তারিত নয় "বিসিএস শর্টকাট ম্যাথ" নিয়ে আলোচনা হবে।কি আছে এই বইটিতে?br> > একটি অধ্যায়ে যত ধরনের অংক হতে পারে তার সবগুলোকে বিভিন্ন টাইপ/রুলস/ প্যাটার্ন / ক্যাটাগরিতে ভাগ করে এই বইতে দেওয়া হয়েছে। ফলে আপনি প্রতিটি নিয়মের একটি অংক বুঝলেই ঐ নিয়মের অনেক অংক সমাধান করতে পারবেন। br> > প্রতিটি নিয়মের অনেকেই শর্টকাট সমাধান এবং বিস্তারিত স্টেপ বাই স্টেপ ডিটেইলস সল্যুশন দেওয়া হয়েছে। আপনার যদি শর্টকাট বুঝতে/ মনে রাখতে সমস্যা হয় তবে ডিটেইলস/ বিস্তারিত সমাধান করুন। br> > প্রতিদিন এক নিয়মের সবগুলো অংক না করে বেশ কটি নিয়মের ৩/৪ টি করে অংক করুন। একই নিয়মের কিছু কিছু অংক প্রতিদিন করায় অংকগুলো আপনার মনে গেঁথে যাবে।