চিকিৎসা সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। চিকিৎসার মাধ্যমে মানবসেবা করা যায়। ভাল চিকিৎসা করতে পারলে মানুষের দোয়া পাওয়া যায় । কিন্তু চিকিৎসা সেবা | প্রদান করা খুব সহজ কাজ নয় । উপযুক্ত চিকিৎসা পেলে যেমন একজন অসুস্থ মানুষ সুস্থ হয়, ঠিক তেমনি ভুল চিকিৎসার কারণে একজন মানুষের মৃত্যুও হতে পারে । তাই চিকিৎসা সেবাকে সবসময় সতর্কতার সাথে গ্রহণ করতে হবে । চিকিৎসা সেবা দেয়ার জন্য সবসময় কঠিন অধ্যবসায় করতে হবে যাতে করে চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে মানুষ কিছুটা হলেও জানতে পারে সেই লক্ষ্য নিয়েই ডিপ্লোমা মেডিকেল গাইড (Diploma Medical Guide) বইটি লিখা । বিভিন্ন রকম রোগ নিয়ে মানুষের নানা কৌতুহল আছে, কারো আছে | নানান ধরনের অন্ধ বিশ্বাস । চিকিৎসা পদ্ধতি সঠিক ভাবে জানা বুদ্ধিমানের কাজ । প্রত্যেকটা পরিবারের লোকজন কোনো না কোনোভাবে অসুস্থ হচ্ছে, কোনো না কোনো রোগে ভুগছে । সাধারণ একটি রোগ হলেও মানুষ ঘাবড়ে যাচ্ছে, তখন বুঝতে পারে না যে কি করবে । অথবা, এমনও দেখা গেছে পাতলা পায়খানা হচ্ছে, কিন্তু গুরুত্ব না দেয়ার কারণে রোগী মারা গেছে। তাই প্রত্যেক মানুষেরই উচিত চিকিৎসা পদ্ধতি | সম্পর্কে কিছুটা হলেও সাধারণ জ্ঞান অর্জন করা । আশা করি ডিপ্লোমা মেডিকেল গাইড (Diploma Medical Guide) বইটি পল্লী চিকিৎসক সহ সব স্তরের মানুষের কাছে গ্রহণ যোগ্যতা পাবে ইনশাল্লাহ । মনোযোগ দিয়ে প্রত্যেকটি অধ্যায় অধ্যয়ন করার জন্য সবার প্রতি অনুরোধ রইল । এই বইয়ে কিছু ভুল থাকতেই পারে, সেগুলোকে বেশি বড় করে না দেখে বইয়ের উপকারী দিক গুলো সবাই ভালভাবে গ্রহণ করবেন ইনশাল্লাহ । তবে যদি বড় কোনো ভুল কারো দৃষ্টিগোচর হয়, তা সংশোধনের জন্য যোগাযোগ করার অনুরোধ রইল । মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাই, যাতে আমরা সবাই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে| সঠিক জ্ঞান অর্জন করতে পারি এবং যাতে চিকিৎসার মাধ্যমে মানবসেবা করতে পারি। চিকিৎসাবিদ্যা সম্পর্কে কোনো কিছু লিখতে হলে অনেক জ্ঞানের প্রয়োজন । আমি আমার স্বল্প জ্ঞান নিয়ে এই বইটি লিখলাম, তাই কোনো ভুল ভ্রান্তি পেলে ক্ষমা সুন্দর| দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল এবং সেই সাথে এই বইটি সবাই উপকারে আসবে (ইনশাল্লাহ) সেই আশায় করছি ।