"শ্রেষ্ঠ কিশোর উপন্যাস" বইয়ের সংক্ষিপ্ত কথা: নরেন্দ্রনাথ মিত্রের ছােটগল্প : বিষয়বৈচিত্র্য ও শিল্পরূপ আমার পিএইচ.ডি অভিসন্দর্ভ। অভিসন্দর্ভটি গ্রন্থরূপ প্রকাশের কালে তত্ত্বাবধায়ক শিক্ষক অধ্যাপক খােন্দকার সিরাজুল হক জীবনসাগরে অনুপস্থিত। তাঁর জীবদ্দশায় অভিসন্দর্ভটি গ্রন্থরূপ পেলে আমার ভালাে লাগা পরিপূর্ণতা পেত। গবেষণাকালীন স্যার সীমাহীন আন্তরকিতায় যে নির্দেশনা দিয়েছেন তারই নিদর্শন এ গ্রন্থটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করার পর আমার পরম গুরু অধ্যাপক সফিকুন্নবী সামাদী স্যার আমার গবেষণার বিষয় নির্বাচনের ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন। স্নাতকোত্তর শ্রেণিতে তিনি আমার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন। গবেষণা শেখার পথে তাঁর কাছেই আমার হাতেখড়ি। প্রতিদিন তাঁর কাছে শিখেছি। এখনাে শিখছি। অধ্যাপক শহীদ ইকবাল তিনি আমার সম্ভাবনাকে জাগিয়ে তুলেছেন। বড় করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। সাহস জুগিয়েছেন সর্বদাই। উল্লিখিত তিন জন শিক্ষক আমার পথপ্রদর্শক। রহমান রাজু এবং সৈকত আরেফিন। আমার পরম স্নেহের দুটি নাম। আমার পিএইচ.ডি গবেষণায় নিরন্তর সহযােগিতা করা দুজন মানুষ। রহমান রাজু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি এবং সৈকত আরেফিন একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে আমার সহকর্মী স্নেহাস্পদ ড. নিত্য ঘােষ এবং রাজশাহী সরকারি কলেজের সহকারী অধ্যাপক পুলক পারিজাতের সহযােগিতাও অমলিন। নরেন্দ্রনাথ মিত্র জাত গল্পকার। তাঁর উপন্যাসও আছে। কিন্তু গল্পকার হিসেবেই তিনি অধিকতর খ্যাতি কুড়িয়েছেন। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে এখন তাঁর গল্প পাঠ্য। সীমিত পাণ্ডিত্য নিয়ে নরেন্দ্রনাথ মিত্রের গল্পকে বােঝার চেষ্টা করেছি। বিশ্লেষণ করেছি। গবেষণা হিসেবে রচিত অভিসন্দর্ভটি গ্রন্থ হিসেবে প্রকাশিত হলাে।
Title
নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্প বিষয়বৈচিত্র্য ও শিল্পরূপ
আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান। জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৮। জন্মস্থান: ছাটমল্লিক ঊেস, রাজারহাট, কুড়িগ্রাম। পিতা: মোহাম্মদ আব্দুল কুদ্দুস। পেশায় চিকিৎসক ছিলেন। মাতা: মাহমুদা কোরাইশি হেনা। স্ত্রী: চিকিৎসক মুনিরা বেগম, একমাত্র সন্তান অনন্ত নীলিম ঐক্য। তুহিন ওয়াদুদ ২৬তম বিসিএস এর মাধ্যমে সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেছিলেন ২০০৬ সালে। ২০০৯ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন।
নদী নিয়ে মৌলিক গবেষণার কাজ করছেন, রিভারাইন পিপলের পরিচালক। ‘কুড়িগ্রাম জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’, ‘ভাওয়াইয়া গানের গীতিকার ও শিল্পীদের জীবনী’, ‘রংপুর অঞ্চলের জনজীবনে নদ-নদীর প্রভাব’ ‘শীর্ষক গবেষণা সম্পন্ন করেছেন। ‘ছিটমহলবাসীর স্বাধীনতা ও স্বাধীনতা উত্তর জীবন’ এবং ‘রংপুর বিভাগের পাঠাগারভিত্তিক পাঠগ্রহণ : স্বরূপ সন্ধান’ শীর্ষক গবেষণারত।
প্রকাশিত গ্রন্থ : জ্যোতিপ্রকাশ দত্তের ছোটগল্প: বিষয়বৈচিত্র্য ও শিল্পরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র পর্যায়ের গান রংপুর অঞ্চলের নদ-নদী