"বিজ্ঞান অলিম্পিয়াড" বইটির ভূমিকা থেকে নেয়াঃ বর্তমানে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিকভাবে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান উৎসব, বৈজ্ঞানিক জ্ঞান চর্চাকে কেন্দ্র করে নানা প্রতিযােগিতার আয়ােজন করা হচ্ছে। এসব প্রতিযােগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণ দিন দিন বেড়েই চলেছে। মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের বহু শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসবে তাদের মেধার পরিচয় দিতে সক্ষম হয়েছে। কিন্তু বিজ্ঞান অলিম্পিয়াড ও উৎসবের ধারণা অনেক শিক্ষার্থীর কাছে এখনও নতুন এবং কারও কারও কাছে পরিচিত হলেও অনেকেই এই মেধাভিত্তিক প্রতিযােগিতায় প্রশ্নের ধরণ ও প্রশ্ন সম্পর্কে এবং বিজ্ঞানের নানা শাখার নানা প্রশ্ন সম্পর্কে ধারণা রাখেন না। তাদের বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ ও সমৃদ্ধির কথা বিবেচনা করেই এই বইটি রচিত হয়েছে। বিজ্ঞানের পরিসর আজ ব্যাপকভাবে বিস্তৃত। বিজ্ঞানের সকল শাখার সীমাহীন অগ্রগতিতে বিশ্ব আজ আধুনিক সভ্যতার শীর্ষে পৌঁছে গিয়েছে। গবেষণার পর গবেষণা আর নতুন নতুন আবিষ্কার বিজ্ঞানের গুরুত্বকে অপরিহার্যভাবে আমাদের জীবনযাত্রার সাথে যুক্ত করেছে। তাই বিজ্ঞান নিয়েই আমাদের জল্পনা-কল্পনা। বিজ্ঞান একটি মজার ও কৌতূহলপূর্ণ বিষয়। তাই এর খুটি-নাটি বিষয়ের প্রতি ছাত্র-ছাত্রীদের দুর্বলতার অন্ত নেই। তাদের কথা ভেবেই বিজ্ঞানের সকল শাখার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই বইয়ের আত্মপ্রকাশ।