"হিন্দু মুসলিম মানস" বইটির ভূমিকা থেকে নেয়াঃ হিন্দু মুসলমান সম্পর্কের ইতিহাস সন্ধান করতে গিয়ে ইতিহাসের কিছু ডটস, কিছু কথা সামনে এনেছি। এসেছে সেগুলাে উভয় সম্প্রদায়ের মানুষের মন থেকে। দেখা গেল মনেই মৌলিক পার্থক্য। আর মনই হলাে বিশ্বাস-অবিশ্বাস, ভাবনা-দুর্ভাবনা, আশা-নিরাশা, চাওয়া না চাওয়ার আলয়। এখান থেকেই ইতিহাস, ঐতিহ্য, কাহিনী, কল্পনার উদ্ভব ঘটে। তাই মন বিভাজনের ক্ষেত্রও। বাস্তবে জাতিগত বিভাজন এসেছে মন থেকেই। এই বিভাজন কিন্তু সহযােগিতা ও সহমর্মীতার পথে বাধা হয় না, হওয়া উচিত নয়। কিন্তু এটাই হয়েছে। সাক্ষী হিসাবে ইতিহাসের যে ডটসগুলাে সামনে এনেছি তাতে দেখা যাচ্ছে ঐক্যের আহ্বান, সম্প্রীতির আহ্বান, সমঝোতার আহ্বান, ভাই না হােক অন্ততঃ প্রতিবেশী হিসেবে কাছে টানার আহ্বান সবই ব্যর্থ হয়েছে। আজ থেকে একশ বছরের মত আগে মুসলিম সমাজ যখন ধ্বংসম্মুখ, তখন মুসলমানরা প্রতিবেশী হিন্দুদের সহযােগিতা পায়নি, সহমর্মীতা পায়নি - পেয়েছে ঘৃণা সমাজের নিচ থেকে উপর সব তলা থেকে। অথচ ভেদ জ্ঞান না করে হিন্দুদের অভিজাত আসনে উন্নিত করেছিল, সহযােগিতা করেছিল মুসলিম শাসকরাই। কিন্তু দুঃসময়ে এই সহযােগিতা মুসলমানরা পায়নি। গােটা ইতিহাস, অন্ততঃ গত আড়াইশ বছরের, এরই এক ধারাবাহিকতা। মর্লি-মিন্টো, মন্টেগু - চেমস ফোর্ড, নেহেরু রিপাের্ট সর্বত্রই সহযােগিতা নয় বাদ-প্রতিবাদ প্রাধান্য পেয়েছে। এই বাদ-প্রতিবাদের মাথায় দেশটাই ভাগ হয়ে গেল। এখন তারাই আবার দেশ ভাগ নিয়ে ব্লেম গেম শুরু করেছে। এটা ক্রমেই বাড়ছে। কিন্তু এর পেছনে উপমহাদেশীয় সংখ্যাগুরুদের মনের কোন পরিবর্তন নেই, সদিচ্ছা কিংবা শুভ চিন্তা নেই, আছে মুক্ত হয়ে যাওয়া পাখিকে আবার খাঁচায় ফিরিয়ে আনার কুট কুমতলব। ইতিহাসের সন্ধান একটা অব্যাহত অন্তহীন কাজ। এই বইতে ইতিহাসের মাত্র কিছু ডটস ও কথার সম্মিলন ঘটানাে হয়েছে। পাঠক এই ডটস, কথাগুলাে গ্রথিত করলেই ইতিহাসের একটা কাঠামাে পেয়ে যাবেন, ফেলে আসা সময়ের কথা কান পেতে শুনতে পাবেন। যা মনে সৃষ্টি করবে ফেলে আসা সব সময়ের কথা নিয়ে বৃহত্তর ইতিহাস পাবার অন্তর্জালা। জাতির মনে এই জ্বালাই আমি সৃষ্টি করতে চেয়েছি। আবুল আসাদ ঢাকা, ২২ মে, ২০১৪।
দেশের অন্যতম জনপ্রিয় উপন্যাস সিরিজ ‘সাইমুম সিরিজ’ হলো লেখক আবুল আসাদ এর বই। এই একটি বাক্যই যথেষ্ট প্রখ্যাত সাংবাদিক, প্রাবন্ধিক, কলামিস্ট এবং সাহিত্যিক আবুল আসাদকে পরিচিত করিয়ে দেবার জন্য। গুণী এই লেখক ও সাংবাদিক ১৯৪২ সালের ৫ই আগস্ট রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এ. কে. ছামছালুল হক ভারতের বেনারসের মাদ্রাসা থেকে শিক্ষা লাভকারী একজন আলেম ছিলেন। সে সূত্রে পারিবারিকভাবেই তিনি ইসলামিক শিক্ষা লাভ করেন। মেধাবী ছাত্র আবুল আসাদ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অর্থনীতিতে এম.এ পাস করেন। ছাত্রজীবনেই সাংবাদিকতায় হাতেখড়ি হয় তার। রাজশাহীর একাধিক দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে ১৯৭০ সালে দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। ১৯৮১ সালে তিনি সংগ্রামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, যে পদে তিনি আজও কর্মরত আছেন। আবুল আসাদ এর বই সমগ্র পাঠকদের কেবল আনন্দই দেয় না, বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনও করে। বিশেষ করে সাইমুম সিরিজের প্রকাশিত ৬১টি বই কেবল থ্রিলারই নয়, এগুলো ইসলামিক ইতিহাস, ভূগোল আর সংস্কৃতির পাঠও। সাইমুম সিরিজ ছাড়াও আবুল আসাদ এর বই সমূহ এর মাঝে আছে ‘কাল পঁচিশের আগে ও পরে’, ‘আমরা সেই সে জাতি’ (৩ খণ্ড) ‘সময়ের সাক্ষী’ এবং প্রবন্ধ সংকলন ‘একুশ শতকের এজেন্ডা’। গুণী এ লেখক তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একাধিকবার গ্রেফতার হয়েছেন।