"স্টার্ট উইথ হোয়াই" বইটির 'এ ধরনের বই কেন পাঠ করবেন' অংশ থেকে নেয়াঃ আমি বিশ্বাস করি মানুষের জন্য উপকারী সেবা সম্পন্ন করলে আমিও উপকৃত হব। আমি সেই লক্ষ্যে অবিরত কাজ করে যাচ্ছি। ধনী বা গরিব যার কাছে এ ধরনের বই দেখেন তার সাথে আপনার অর্থনৈতিক, সামাজিক বা অন্যান্য যেকোনাে পার্থক্য থাকতে পারে, কিন্তু একটি জায়গায় মিল রয়েছে। তা হচ্ছে উভয়ের মধ্যে ব্যক্তিগত উন্নয়নের চেষ্টা বিদ্যমান। উভয়ের মধ্যে নিজেকে উন্নত করতে, ব্যক্তিত্ববান করতে, সংস্কৃতিমনা এক সংগ্রামী মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার সংগ্রাম বিদ্যমান। আমি নিজেও সেই চেষ্টায় লিপ্ত। আমাদের সংগ্রামস্থলই আমাদের মিলনমেলা। সাইমন সিনেকের কেন প্রশ্ন দিয়ে আরম্ভ করুন— এই বই কোনাে তত্ত্বকথা নয়, এ হচ্ছে এক দর্শন। একে পাঠ করে বুঝতে হবে এবং কাজ করে উপলব্ধি করতে হবে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন পাঠ করার চেয়ে বােঝা বেশি গুরুত্বপূর্ণ। জেন দার্শনিকগণ বলেন, বােঝার চেয়ে উপলব্ধি বেশি গুরুত্বপূর্ণ। একে যদি পর্যায়ক্রমে লিখি : পাঠ → বােঝা → উপলব্ধি। আমি উভয়ের সাথে একমত। তবে আমি প্রথম কাজকে, মানে পাঠ করাকেও সাধুবাদ জানাতে চাই। আমার মতে আপনি পাঠ করতে চান, আপনি যে আরম্ভ করেছেন এ চেষ্টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই তাে পাঠ করতে চায়, কিন্তু আরম্ভ করতে পারে না। এজন্যই আমি আরম্ভ করার চেষ্টা যারা করে তাদের অভিনন্দন জানাই। তাছাড়া, দার্শনিক লাওজু বলেছেন, হাজারাে মাইলের অভিযাত্রা আরম্ভ হয় একটি ছােট্ট পদক্ষেপ দিয়ে। মহাবীর আলেকজান্ডার বলেছেন, যে ব্যক্তি চেষ্টা করে তার জন্য কোনােকিছুই অসম্ভব নয়। তেমনই আমিও বলি আপনি আরম্ভ করুন, কেন প্রশ্ন দিয়ে আরম্ভ করুন আপনার উত্তর আপনি পেয়ে যাবেন এবং আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন পৌঁছাবেন। আমি আমার কেন প্রশ্নের উত্তর এই বইয়ের প্রচ্ছদের পিছনে দিয়েছি এবং আমার আকাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন পৌঁছাব সেই বিশ্বাস নিয়ে কাজ করি। এই বইয়ের মাধ্যমে সেই বিশ্বাস আপনার মধ্যেও সঞ্চারিত করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আপনিও আপনার কেন প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এবং নিজের আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। এই বিশ্বাস আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সাম্য, সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে।
(Born October 9, 1973) is a British/American author, motivational speaker and marketing consultant. He is the author of four books including the 2009 best seller Start With Why: How Great Leaders Inspire Everyone to Take Action (2009). He received a BA in cultural anthropology from Brandeis University. His talk How Great Leaders Inspire Action is listed as the third most popular TED presentation of all time. In October 2009, he published his book Start with Why: How Great Leaders Inspire Everyone to Take Action. His second book, called Leaders Eat Last: Why Some Teams Pull Together and Others Don’t, appeared on the best seller lists of the Wall Street Journal and The New York Times. His third book is called Together Is Better: A Little Book of Inspiration. His fourth and latest book is titled Find Your Why: A Practical Guide for Discovering Purpose for You and Your Team which was published in September 2017.