"পঞ্চপল্লবে পঞ্চমুখ" বইয়ের ভূমিকা: লিমেরিক মূলত আয়ারল্যান্ডের একটি জায়গার নাম। ফ্রান্সের সৈন্যদলের আইরিশ ব্রিগেডিয়াররা লিমেরিকে অবস্থান কালে এক রকম ছােট ছােট ছড়ার গান গাইত। বিশ্বের প্রধান প্রধান ভাষার সাহিত্যে পাঁচ পঙ্ক্তি সংবলিত ক্ষুদ্র অবয়বের বিশেষ ধরণের কবিতা রয়েছে। এগুলাে মূলত অন্ত্যমিল যুক্ত পদ্য বা ছড়া। তবে পঙিক্তর ভিন্নতা বা আঙ্গিকগত দিক দিয়ে এগুলাে স্বতন্ত্র নাম ও বৈশিষ্ট্যে পরিচিত। পাঁচ পঙ্ক্তি’র এরকম ছড়াকে লিমেরিক বলা হয়, যার প্রথম উদ্ভব মূলত আয়ারল্যান্ডে। পাঁচ পঙ্ক্তির লিমেরিকের প্রথম দ্বিতীয় ও পঞ্চম পঙিক্ত দীর্ঘ এবং অন্ত্যমিলযুক্ত সমমাত্রার। তৃতীয় ও চতুর্থ পঙ্ক্তি অপেক্ষাকৃত ছােট সমমাত্রার স্বতন্ত্র অন্ত্যমিলযুক্ত। Collins Dictionary-co ficarsicas solat atae, 'A limerick is A humorous poem which has five lines'. গার্শন লেগম্যান বলেছেন, লিমেরিক হলাে শিক্ষিত শাহরিক মানুষের ফোকলাের। আভিধানিক ভাষায় লিমেরিক প্রায়শই অর্থবিহীন, উদ্ভট এবং সচরাচর অশ্লীল, অশােভন। বাংলা লিমেরিক প্রথম কবে কে লেখেন তা জানা যায় না। তবে বাংলাভাষায় সচেতন কিংবা স্বতঃস্ফূর্তভাবে অনেকেই লিমেরিক লিখেছেন এদের মধ্যে প্রধান কবিরাও রয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিমেরিক লিখেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও লিমেরিক লিখেছেন। এসব তাদের কবিতাগ্রন্থের অন্তর্ভুক্ত। বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গে লিমেরিকের চর্চা বেশি। দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় ১৯৮৪ সালের আগস্ট মাসে বাংলা লিমেরিক সংগ্রহ' প্রকাশিত হয়। সত্যজিৎ রায় অ্যাডওয়ার্ড লিয়ারের কিছু লিমেরিকের অনুবাদ করে তােড়ায় বাধা ঘােড়ার ডিম' নামক গ্রন্থ প্রকাশ করেন। তবে স্বতন্ত্র গ্রন্থ হিসেবে সম্ভবত বাংলাদেশেই লিমেরিকের প্রথম বই বের হয়।