“যা ইচ্ছা তাই” একটি পরীক্ষামূলক প্রজেক্ট। এটা ঠিক বই না- এধরনের কাজকে পাশ্চাত্যে ক্রিয়েটিভ জার্নাল বলে থাকে। কর্মজীবনে অফিস-বাসা আর ছাত্রজীবনে এসাইনমেন্ট-পরীক্ষা এসব নিয়ে আমাদের জীবন এত ব্যস্ততায় ঘেরা থাকে যে আমরা একটু অন্যরকমভাবে চিন্তা করার সময়টাও পাই না। মাঝে মাঝে মনে হয় একদম শৈশবের মতো উল্টাপাল্টা উদ্ভট কিছু যদি করতে পারতাম? “যা ইচ্ছা তাই” আপনাদের সেই সুযোগটা দিচ্ছে। এই বইটির প্রতিটি পাতায় আপনাকে নতুন চ্যালেঞ্জ দেয়া হবে। কখনো পৃষ্ঠায় চা ঢেলে দেয়া আবার কখনো বন্ধুর জন্য কোনো মজার কাজ। এই বইতে খেলার ছলে আপনাদেরকে নতুন করে ভাবতে শেখাবে, হয়তো সবচেয়ে আজব কাজটি করতে যেয়েই আপনার মাথায় চলে আসবে বিলিয়ন ডলার কোনো আইডিয়া। এখানে সিরিয়াস হবার কিছু নেই -কাজের ফাঁকে একটু বিরতি নিয়ে “যা ইচ্ছা তাই” এর পৃষ্ঠা উল্টাবেন আর হারিয়ে যাবেন মজার দুনিয়ায়। আমি লেখক নই -বিলেতে ক্রিয়েটিভিটি নিয়ে পড়তে যেয়ে ক্রিয়েটিভ জার্নাল করতে হয়েছে, ভাবলাম এই কনসেপ্টটি আমার দেশের বন্ধু-বান্ধবের মাঝে ছড়িয়ে দেই। ভাল লাগলে জানাবেন, না লাগলে অবশ্যই গঠনমূলক মতামত দিবেন। আমি চাই সৃজনশীলতা ছাড়িয়ে যাক সবার মাঝে। আর সৃজনশীল হবার আগে একটু “যা ইচ্ছে তাই” করলে ক্ষতে কী?- শুভাশীষ রায়